1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সৈয়দ মঞ্জুর এলাহী, এক কিংবদন্তির বিদায়! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

সৈয়দ মঞ্জুর এলাহী, এক কিংবদন্তির বিদায়!

প্রতিনিধি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং এর সহযোগী প্রতিষ্ঠান-এমটিবি ক্যাপিটাল লিমিটেড এবং এমটিবি সিকিউরিটিজ লিমিটেড-এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান, বিশিষ্ট উদ্যোক্তা, বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবী সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।

বুধবার (১২ মার্চ) সকাল (বাংলাদেশ সময়) আনুমানিক ৭টা ৩০ মিনিটে সিঙ্গাপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বাংলাদেশের বাণিজ্য খাতে এক অনন্য পথিকৃৎ, তিনি নেতৃত্ব, সততা ও অদম্য নিষ্ঠার মাধ্যমে দেশের কর্পোরেট খাতের বিকাশে অসাধারণ অবদান রেখেছেন। তার অসাধারণ পেশাদারিত্ব তাকে দুবার (১৯৯৬ এবং ২০০১) বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিযুক্ত হওয়ার বিরল সম্মান এনে দেয়, যা তার রাষ্ট্রনায়কত্ব এবং জাতির প্রতি অঙ্গীকারের প্রমাণ।

এই অপূরণীয় শূন্যতায় এমটিবি তার শোকসন্তপ্ত পরিবার, প্রিয়জন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানায়। তার স্মৃতি, আদর্শ ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামীতে প্রেরণার উৎস হয়ে থাকবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এমটিবি পরিবার।

সৈয়দ মঞ্জুর এলাহীর জানাজা বৃহস্পতিবার (১৩ মার্চ) জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট