1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাবের মতবিনিময় - NEWSTVBANGLA
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাবের মতবিনিময়

প্রতিনিধি

বন্ধুদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। সাবেক ছাত্রনেতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

শুক্রবার (৫ সেপ্টেম্বর)রাতে সাভার থানা রোডের মামুন পার্টি প্যালেসে বন্ধুদের সঙ্গে ঢাকা -১৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের মতবিনিময় সভা।

মতবিনিময় সভায় উপস্থিত বন্ধুরা বলেন,নেতৃত্ব হলো একটি ‘শিল্প’, যার মাধ্যমে একটি দল বা সংস্থাকে কার্যকর করা যায়, দৃষ্টিভঙ্গি নির্ধারণ করা হয় ও সততার সঙ্গে সদস্যদের অনুপ্রাণিত করে সম্মিলিত লক্ষ্য অর্জনে পরিচালনা করা হয়। সততা, দৃঢ় নৈতিকতা এবং উচ্চনৈতিকমান একজন ভালো নেতার অপরিহার্য গুণ। একজন সফল নেতা ব্যক্তিত্ব, সাহসিকতা, স্বচ্ছ দৃষ্টি এবং উচ্চাকাঙ্ক্ষার অধিকারী হন ও দলকে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে উৎসাহিত করে সাংগঠনিক সফলতা নিশ্চিত করেন। মূলত নেতাদের শিক্ষা, চরিত্র, গুণাবলি ও কার্যক্ষমতার ওপরই একটি সমাজ, গোষ্ঠী ও রাষ্ট্রের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করে। আর সেই গুন গুলো আমরা আমাদের বন্ধু ব্যারিস্টার শিহাবের মধ্যে দেখতে পাই। আমরা আশা করি দল অবশ্যই যোগ্য লোককে ঢাকা-১৯ আসনের দায়িত্ব প্রধান করবেন।

মতবিনিময় সভায় এক বন্ধু জানান, ব্যারিস্টার শিহাব বিগত ফ্যাসিস্ট আমলে মিথ্যা মামলার যাতাকলে পিষ্ট বিএনপি ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীকে আইনগত সহায়তা প্রদান করেছেন। এছাড়া আইনজীবী ফোরাম আয়োজিত আন্দোলন-সংগ্রামে ছিলেন অগ্রভাগে । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে অনুষ্ঠিত সিনেট নির্বাচনে সম্পূর্ন প্রতিকূল পরিবেশে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে তাঁর সক্রিয় অংশগ্রহন ছিল উল্লেখ করার মত। যেকারনে তাকে মিথ্যা মামলার আসামী হয়ে ভোগান্তি পোহাতে হয় ।

ব্যারিস্টার শিহাব উদ্দিন খান মতবিনিময় সভায় বলেন, দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে, আমরা তার পক্ষেই কাজ করবো। নেতা নয়, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো ধানের শীষকে বিজয়ী করা। স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু। বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছি। একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। যারা নির্বাচন নিয়ে নেতিবাচক বলছেন তারাও একটি পর্যায়ে ইতিবাচক হয়ে যাবেন বলে আশা করছি। তৃণমূল পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ করছি। আর মাঠ পর্যায়ে দলের পক্ষ থেকে প্রার্থীদের যাচাই করা হচ্ছে। নির্বাচন যথা সময়ে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আমরা চাই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আসুক।

এই মতবিনিময় সভায় বন্ধু মহলে চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষার্থীসহ সর্বস্তরের সুধিজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট