রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে বোরাক টাওয়ারে তার নিজ ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আবু আলম খানের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। রাজধানীতে ‘মঞ্চ-৭১ ষড়যন্ত্রের’ সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনায় আবু আলম খান ছাড়াও একটি ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে পুলিশ।
উল্লেখ্য, আবু আলম মোহাম্মদ শহীদ খান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্বে ছিলেন। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আজই তাকে আদালতে তোলা হবে।