তিনদিন আগে শেষ হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে ওয়ানডে সংস্করণে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই যে এই ফরম্যাটের র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন আসবে সেটি অনুমেয় ছিল। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই বেশ উন্নতি হয়েছে চ্যাম্পিয়ন ভারত ও রানারআপ হওয়া নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থানেও বেশকিছু পরিবর্তন এসেছে।
আজ (বুধবার) পুরুষ ক্রিকেটের ওয়ানডে র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে ৪ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন। যদিও অফফর্মের কারণে সম্প্রতি সমালোচনার মুখে পড়া দুই অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম (৪১) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৪৩) এগিয়েছেন এক ধাপ করে। এ ছাড়া বড় কোনো পরিবর্তন হয়নি দেশের আর কোনো ব্যাটারের।
ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগে থেকেই শীর্ষ দুইয়ে আছেন যথাক্রমে শুভমান গিল ও বাবর আজম। দুই ধাপ এগিয়ে তিনে এসেছেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছিলেন ৮৩ বলে ৭৬ রানের কার্যকরী ইনিংস। এ ছাড়া ব্যাটিংয়ে দারুণ ফর্ম দেখানো কিউই ওপেনার রাচিন রবীন্দ্র বড় লাফ দিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্টসেরা এই ক্রিকেটার ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ১৪ নম্বরে। এ ছাড়া কিউই ব্যাটার ৬ ধাপ এগিয়ে ২৪তম, ড্যারিল মিচেল একধাপ এগিয়ে জায়গা পেয়েছেন ষষ্ঠ স্থানে। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার পাঁচ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন।
বোলারদের র্যাঙ্কিংয়ে যথাক্রমে ৩১-৩২ নম্বরে অপরিবর্তিত রয়েছে তাসকিন আহমেদ ও মেহেদি মিরাজের অবস্থান। ১ ধাপ এগিয়ে মুস্তাফিজুর রহমান আছেন ৩৫ নম্বরে। এ ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা না হলেও নাসুম আহমেদ এগিয়েছেন ৩ ধাপ (৬৮তম)। মূলত অন্য ক্রিকেটারদের পারফর্ম না করার সুবাদে এগিয়েছেন এসব টাইগার বোলার।
ওয়ানডেতে বোলারদের তালিকায় আগে থেকেই শীর্ষে আছেন মাহেশ থিকশানা। বড় লাফ দিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে ৯ উইকেট শিকার এই অলরাউন্ডার ৯ উইকেট ছয় ধাপ এগিয়ে এখন ওয়ানডের দ্বিতীয় সেরা বোলার। তিন ধাপ এগিয়ে তিনে উঠেছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। আরেক ভারতীয় স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তিন ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন। শীর্ষ দশে থাকা বোলারদের মধ্যে পিছিয়েছেন কেশভ মহারাজ, ম্যাট হেনরি, রশিদ খান ও গুদাকেশ মোতি।
আগে থেকেই ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তার পেছনে আছেন মোহাম্মদ নবি ও সিকান্দার রাজা। বড়সড় উন্নতি হয়েছে মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্রর। ব্রেসওয়েল সাত ধাপ এগিয়ে সাতে এবং আট ধাপ এগিয়ে রবীন্দ্র আছেন আটে। মেহেদী মিরাজ এক ধাপ পিছিয়ে ৫–এ নেমে গেছেন। তার জায়গা (৪) নিয়েছেন স্যান্টনার।