1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যে ৫ অভ্যাস আমার জীবন বদলে দিয়েছে - NEWSTVBANGLA
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

যে ৫ অভ্যাস আমার জীবন বদলে দিয়েছে

প্রতিনিধি

আমি এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি, ততদিনে একটা জিনিস বারবার প্রমাণিত হতে দেখেছি। প্রকৃত সাফল্যের একমাত্র সুনির্দিষ্ট চিহ্ন দেখেছি। আর সেটি কোনো আশ্চর্য ব্যবসায়িক আইডিয়া নয়, কোনো নির্দিষ্ট কৌশলও নয়, এমনকি কঠোর পরিশ্রমও নয়। অনেক সহজ একটা বিষয়— তা হলো অভ্যাস।

আমার বিশ্বাস, অর্থনৈতিক সাফল্য পেতে অভ্যাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। নিচে এমন ৫টি অভ্যাস শেয়ার করছি, যা আমার জীবন বদলে দিয়েছে। সম্ভবত আপনারটাও বদলে দিতে পারে।

খরচে কিপ্টেমি নয়, দামাদামির চর্চা করুন

না, আমি বলছি না আপনাকে একেবারে কৃপণ হয়ে যেতে। তবে বেশিরভাগ সফল ধনীদের একটা দিক অভিন্ন। তারা অর্থচিন্তায় সচেতন এবং সর্বত্র দরদাম করেন।

তারা প্রতিদিন নিজেকে অস্বস্তিতে ফেলে অভ্যস্ত করে তোলেন। কারণ সেটাই পরবর্তীতে বড় সিদ্ধান্ত নেওয়ার সময় কাজে লাগে। ছোট ছোট অনুরোধ করতে শিখুন। এমন জিনিস চাইতে শিখুন যার জন্য আপনার সাহস হয় না। নিজেকে চ্যালেঞ্জ করুন।

আপনি যদি ছোট ছোট দরকষাকষিতে স্বচ্ছন্দ না হন, তাহলে কীভাবে আশা করেন – আমি প্রায়ই বলি, প্রতিদিন সকাল ৫:৪৫-এ উঠে পড়া আমার জীবনের ৯৯.৯% সমস্যার সমাধান করেছে। একটু বাড়িয়ে বললাম, কিন্তু খুব একটা না।

সকালে সবকিছু যখন চুপচাপ, আপনি তখন পরিকল্পনা করতে পারেন, পানি খেতে পারেন, দোয়া করতে পারেন এবং নিজের দিনটা গুছিয়ে নিতে পারেন।

যদি একা উঠে পড়তে ইচ্ছা না হয়, তবে একজন সঙ্গী জোগাড় করুন। একসাথে সকাল ছ’টায় যোগ ব্যায়াম করুন!

আপনি যদি ভিন্নধর্মী রুটিনে চলেন, তাহলেও এই নীতি ঠিক থাকবে— দিন শুরুর আগে নিজের জন্য কিছু সময় বের করুন।

দ্রুত কাজ শুরু করুন, ভুল করলেও চলবে
উচ্চবিত্তদের একটা সাধারণ গুণ— তারা দ্রুত কাজ শুরু করে। ভাবনা ও কাজের মাঝে সময় নষ্ট করে না। আমার একজন পরামর্শক বলেছিলেন, “আমি সবার চেয়ে দ্রুত কাজ করি, তাই আমি জিতি।”

যখন আপনি একটা আইডিয়ার কথা ভাবছেন, তখন তিনি সেটা নিয়ে কাজ শেষ করে ফেলেছেন। ভুল করেছেন, আবার সংশোধন করেছেন।

আমরা এটিকে বলি “২৪ ঘণ্টা নিয়ম”। মানে কোনো সিদ্ধান্ত একদিনের বেশি ঝুলিয়ে না রাখা।

তবে দ্রুত চলার মাঝে ভুল হবে বেশি। তাই পাশে একজন খুঁতখুঁতে মানুষ রাখুন। সে ছোট ছোট ভুল ঠেকিয়ে রাখবে, আর আপনি অগ্রগতি নিশ্চিত করবেন।

বই পড়ুন
ধনীদের একটা সাধারণ অভ্যাস তারা প্রচুর বই পড়েন। কেন? কারণ বই হলো জ্ঞানের গুপ্তধন।

মাত্র ৩০০ টাকা মূল্যের একটা বই থেকে আপনি জানতে পারেন এমন সব তথ্য, যা অন্য কেউ পেয়েছে বছরের পর বছর অভিজ্ঞতার বিনিময়ে।

একটা দুঃখজনক তথ্য— প্রতি চারজনের একজন বছরজুড়ে একটা বইও পড়ে না! আপনি এই সংখ্যার বাইরে থাকুন।

প্রতিদিন হাঁটুন
আমার এক বন্ধু খালেদ আহমেদ বছরে ২ লাখ টাকা খরচ করেন শরীর সুস্থ রাখতে।

আমরা কী করতে পারি? প্রতিদিন ৩০ মিনিট হাঁটতে পারি। শরীরচর্চা, মানসিক স্বস্তি, সৃজনশীলতা — সব একসাথে পাবেন।

মিটিং থাকলে চেষ্টা করুন সেটা হাঁটতে হাঁটতেই করতে। দেখবেন সামনে থাকা মানুষটাও আগ্রহী হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট