1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মৃত বাবার মাসিক পেনশনের ভাগ পাবেন তালাকপ্রাপ্ত মেয়ে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

মৃত বাবার মাসিক পেনশনের ভাগ পাবেন তালাকপ্রাপ্ত মেয়ে

প্রতিনিধি

তালাকপ্রাপ্ত মেয়ে পুনরায় বিয়ে না করা পর্যন্ত তিনি এই সুবিধা পেতে থাকবেন বলেও আদালত তার রায়ে বলেছেন (প্রতীকী ছবি)
মৃত বাবার মাসিক পেনশনের অংশ পাবেন তালাকপ্রাপ্ত মেয়ে। এমন রায় দিয়েছেন পাকিস্তানের সিন্ধু হাইকোর্ট। তালাকপ্রাপ্ত মেয়ে পুনরায় বিয়ে না করা পর্যন্ত তিনি এই সুবিধা পেতে থাকবেন বলেও আদালত তার রায়ে বলেছেন।

বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
সিন্ধু হাইকোর্ট (এসএইচসি) তার রায়ে বলেছে, তালাকপ্রাপ্ত কন্যারাও তার মৃত বাবার মাসিক পেনশন থেকে অংশ পাওয়ার অধিকারী হবেন যতক্ষণ না তিনি পুনরায় বিয়ে করছেন।

এসএইচসি তার রায়ে আরও উল্লেখ করেছে, পেনশনভোগী মৃত ব্যক্তিদের তালাকপ্রাপ্ত এবং বিধবা কন্যাদের দুর্দশা ও কষ্টের কথা উপলব্ধি করে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় ১৯৮৩ সালে পেনশন নিয়ম আরও উদারীকরণ করে এবং তারপর তালাকপ্রাপ্ত কন্যাদের মর্যাদাও অবিবাহিত কন্যাদের সমান করা হয়।

দ্য ডন বলছে, তালাকপ্রাপ্ত এক নারীর আবেদন মঞ্জুর করার সময় বিচারপতি মোহাম্মদ করিম খান এবং বিচারপতি নিসার আহমেদ ভানভ্রোর সমন্বয়ে গঠিত দুই বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বিবাদী কর্তৃপক্ষকে মৃত পেনশনভোগীর মাসিক পেনশনের একটি অংশ আবেদনকারী সারওয়াত গাজী উদ্দিনের তালাকপ্রাপ্ত কন্যা এবং অন্যান্য অবিবাহিত/বিধবা কন্যা(দের) তাদের ভাগ অনুযায়ী চার মাসের মধ্যে বিতরণ করতে নির্দেশ দেন।

আবেদনকারী ওই নারী গত বছর প্রাদেশিক কর্তৃপক্ষের বিরুদ্ধে এসএইচসিতে আবেদন করেছিলেন এবং বলেছিলেন, তার বাবা ১৯৯০ সালে কলেজ শিক্ষা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন এবং ২০২৩ সালের জানুয়ারিতে মারা যান।

তার যুক্তি ছিল, তালাকপ্রাপ্ত কন্যা হওয়ায় তিনি এবং একজন অবিবাহিত কন্যা (আবেদনকারীর বোন) সমান ভাগে মাসিক পেনশন পাওয়ার অধিকারী এবং বিবাদীদের সেই অনুপাতে তা দেওয়ার নির্দেশনাও চেয়েছিলেন তিনি।
সেই অনুযায়ী শুনানির পর আদালত এই আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট