সাবেক বলিউড অভিনেত্রী ও বর্তমানের জনপ্রিয় ব্যবসায়ী সানা খানের মা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন সানা খান নিজেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সানা খান এই হৃদয়বিদারক খবরটি শেয়ার করে জানান, তার মা মিসেস সাঈদা বহু বছর ধরে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে লড়াই করছিলেন। তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় মা, মিসেস সাঈদা, দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে আল্লাহর কাছে ফিরে গেছেন।’
সানা আরও জানান, ‘ঈশার নামাজের পর রাত ৯টা ৪৫ মিনিটে ওশিওয়ারা কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হবে।’ তিনি তার মায়ের জন্য সবার দোয়া চেয়েছেন।
মায়ের মৃত্যুর খবর পেয়ে সানার মুম্বাইয়ের বাসভবনে ছুটে যান বলিউডের অনেক তারকা। তাদের মধ্যে ছিলেন অভিনেতা আলি গনি, জান্নাত জুবেয়ার, গওহর খান ও তার স্বামী জাইদ দরবার, কমেডিয়ান মুনাওয়ার ফারুকীর স্ত্রী মেহজাবীনসহ আরও অনেকে। তারা সানাকে সমবেদনা জানান।
উল্লেখ্য, সানা খান ভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে এবং সালমান খান অভিনীত ‘জয় হো’ (২০১৪) ছবিতে অভিনয় করে পরিচিতি লাভ করেন। ২০২০ সালে তিনি বিনোদন জগৎ ছেড়ে দেন এবং একই বছর ইসলামিক পণ্ডিত সাইয়্যাদকে বিয়ে করেন। এই দম্পতির দুটি পুত্র সন্তান রয়েছে।