রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশ।
আটককৃতরা হচ্ছে মোঃ রনি মিয়া ও মোঃ রাকিবুল হাসান মুন্না।
রবিবার (১২ ফেব্রুয়ারি ২০২৩) দুপুর ২:৩০টায় বিমানবন্দর থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ওয়ান্ডার ইন হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক মিঞা পিপিএম জানান, দুইজন মাদক কারবারি বিমানবন্দর থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ওয়ান্ডার ইন হোটেলের সামনে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিমানবন্দর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় রনি ও মুন্নাকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে।