নোয়াখালীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার অস্ত্রধারী ছত্তার আলীকে (৫৫) কারাগারে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে কোম্পানীগঞ্জ উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, অস্ত্রধারী ব্যক্তির অবস্থান সম্পর্কে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী কোম্পানীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ অস্ত্রধারী ছত্তার আলীকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (৯ এমএম), একটি ম্যাগাজিন, একটি ছুরি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।