রাত তখন প্রায় ২টা। পঞ্চগড় রেলস্টেশনে মুখে ক্লান্তির ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে এক শিশু। বয়স পাঁচ কিংবা ছয়। পরিচিত কেউ নেই, অচেনা শহর-শুধু চোখে ভেসে উঠছে মায়ের মুখ আর বাড়ির স্মৃতি।
শিশুটির নাম রিয়াদ। পথ ভুলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে সে কীভাবে যেন ট্রেনে চড়ে এসে পৌঁছেছে উত্তরের শেষ জেলা পঞ্চগড়ে। বিষয়টি জানাজানি হয় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে। পুলিশ দ্রুত রেলস্টেশনে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে থানায়।
সেখানে রিয়াদ জানায়, তার বাবার নাম ইব্রাহিম, আর মায়ের নাম নুর নাহার। বাড়ি শ্রীমঙ্গল এলাকায়। কিন্তু কীভাবে ট্রেনে উঠল, কার সঙ্গে এসেছিল, সে কিছুই স্পষ্ট করে বলতে পারছে না।
রোববার (৩ আগস্ট) বিকেলে শিশুটিকে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আহছানিয়া মিশন শিশু নগরীতে পাঠানো হয়। সেখানে সমাজকর্মী ইউসুফ আলী তাকে গ্রহণ করেন।
আহছানিয়া মিশনের পক্ষ থেকে জানানো হয়, পরিবার না পাওয়া গেলে অন্যান্য এতিম শিশুদের মতোই রিয়াদও এখানে থেকে শিক্ষা ও যত্নের সুযোগ পাবে।
পঞ্চগড় সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বলেন, রাত ২টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে রেল স্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে সে নিরাপদে আছে এবং তার পরিবারের খোঁজ করা হচ্ছে। কেউ তাকে চিনে থাকলে থানায় যোগাযোগের অনুরোধ জানানো হচ্ছে।
আহছানিয়া মিশন শিশু নগরীর সমাজকর্মী ইউসুফ আলী বলেন, এতিম ও পথশিশুদের লালন-পালন এবং লেখাপড়া করানো হয় আমাদের নগরীতে। শিশু রিয়াদের পরিবারের সন্ধান না পেলে তাকেও এখানে সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে বড় করা হবে।
পরিবার বা আত্মীয়স্বজনের কেউ শিশুটিকে চিনে থাকলে যোগাযোগ- ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পঞ্চগড় সদর থানা, মোবাইল- 01320138371, 01755497497