গত ১ আগষ্ট শুক্রবার ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে ফটিকছড়ি উপজেলার ভূজপুর শরিয়তুল উলুম মাদ্রাসার শ্রেণীক্ষের জন্য ১০ জোড়া বেঞ্চ প্রদান অনুষ্ঠান মাদ্রাসার সভাপতি মাস্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মানবিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন যথাক্রমে ভূজপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন, জনকল্যাণ পরিষদের সভাপতি মোঃ ইদ্রিছ চৌধুরী, সাবেক সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান আযাদ, অর্থ সম্পাদক মোঃ আয়ুব, সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী চৌধুরী, মহিলা সম্পাদক রাজিয়া সুলতানা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বখতেয়ার তালুকদার। এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে আরও একটি অনুষ্ঠানে ভূজপুরের পাহাড়ি অঞ্চল টিলা পাড়া বাউতুস ছালাম জামে মসজিদ মেরামত বাবদ ২ বান টিনের টাকা অনুদান দেওয়া হয়। মসজিদের সভাপতি মোঃ সাইফু ও সম্মানিত খতিব উক্ত অনুদান গ্রহণ করেন।