1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রোফাইলে বাংলাদেশি পতাকা, ভারতে গ্রেপ্তার ১ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শাপলা শহীদদের স্মরণে ২৪ মের কনফারেন্স সফল করুন : মামুনুল হক আদালত চত্বরে ভ্যান হারিয়ে দিশেহারা আনারুল-আরেফা দম্পতি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই : বিআরইবি ‘সরকারে আর একদিন থাকলেও অভ্যুত্থানের শক্তির প্রতি সম্মান রেখে কাজ করব’ ইরানে সপ্তাহব্যাপী হামলা চালাতে পারে ইসরায়েল, পুরোদমে চলছে প্রস্তুতি জুলাই বিপ্লবের ফসল ঘরে তুলতে জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই : রেজাউল ইশরাকের মেয়র পদে বসা ঠেকাতে আপিলে যাচ্ছেন রিটকারী মহানবী (সা.) ও আয়েশা (রা.) এর দাম্পত্য জীবন যেমন ছিল দাঁত নেই এমন পশু কোরবানি করা যাবে? আমুর খালাতো ভাই ডা. খন্দকার রাহাত গ্রেপ্তার

প্রোফাইলে বাংলাদেশি পতাকা, ভারতে গ্রেপ্তার ১

প্রতিনিধি

প্রোফাইলে বাংলাদেশি পতাকা, ভারতে গ্রেপ্তার ১
ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে সামসুদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) বিকেলে হুগলি জেলার তারকেশ্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া সামসুদ্দিন মণ্ডল তারকেশ্বরের বালিগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। বুধবার বিকেলে এলাকার বেশ কয়েকজন বাসিন্দা সামসুদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভও হয়। অভিযোগে বলা হয়, সামসুদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী এবং বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট দিয়েছেন। তার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পরে চন্দননগরের মহকুমা আদালতে হাজির করে।

হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় বলেন, ‘একটি অভিযোগের ভিত্তিতে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। তিনি কেন এমন পোস্ট করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট