1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ত্রুটিপূর্ণ বিমা আইনে বেকায়দায় নিয়ন্ত্রণ সংস্থা আইডিআরএ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

ত্রুটিপূর্ণ বিমা আইনে বেকায়দায় নিয়ন্ত্রণ সংস্থা আইডিআরএ

প্রতিনিধি

বিমা আইনকে অত্যন্ত ত্রুটিপূর্ণ আখ্যায়িত করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম বলেছেন, আইডিআরএ’কে দুর্বল করে বিমাকারীদের পক্ষে এই আইন প্রণয়ন করা হয়েছে। আইডিআরএ কাউকে সাসপেন্ড করলে তারা আদালতে গিয়ে স্টে অর্ডার নিয়ে পুনরায় ফিরে আসে। তাই বিমা খাত সংস্কারে সংস্থাটির সক্ষমতা বাড়ানো জরুরি।

তি‌নি বলেন, আইডিআরএ তার ক্ষমতার প্রয়োগ করতে পারে না এবং অনেক ক্ষেত্রেই এর কার্যক্রম সীমাবদ্ধ থাকে। এ খাতের উন্নয়ন করতে হলে আইডিআরএ’কে আরও দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে এবং সক্ষমতার জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।
বুধবার (১২ মার্চ) আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত ‘বিমা খাতের সংস্কার ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। আইডিআরএ এবং ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

আইআরএফ সভাপতি গাজী আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। লাইফ বিমা খাত নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম এবং নন-লাইফ খাত নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম।

সেমিনারে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্যবৃন্দ, লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং গণমাধ্যমে বিমা খাত নিয়ে কাজ করা সংবাদকর্মীরা অংশ নেন।

ড. এম আসলাম আলম বিমা আইনকে অত্যন্ত ত্রুটিপূর্ণ আখ্যায়িত করে বলেন, আইডিআরএ’কে দুর্বল করে বিমাকারীদের পক্ষে এই আইন তৈরি করা হয়েছে। আইডিআরএ কাউকে সাসপেন্ড করলে তারা আদালতে গিয়ে স্টে অর্ডার নিয়ে পুনরায় ফিরে আসে, তাই আইডিআরএ’র ক্ষমতায়ন প্রয়োজন।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, যেকোনো সিদ্ধান্ত নিতে তথ্যের প্রয়োজন, কিন্তু বিমা কোম্পানিগুলো সঠিকভাবে তথ্য প্রদান করতে চায় না। অনেক সময় তারা যে তথ্য দেয় তা সঠিক নয় এবং ফেব্রিকেটেড (জাল-জালিয়াতি) হতে পারে। ডিজিটালাইজেশন হলে ৮৫ শতাংশ অনিয়ম ও দুর্নীতি বন্ধ হয়ে যায়, কিন্তু এ বিষয়ে সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

তিনি উল্লেখ করেন, আইএমএস (ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট সিস্টেম) এখন ইউএমপি নামে পরিচিত, যা ১০টি সার্ভিস প্রদান করছে এবং বিমা কোম্পানিগুলো মনিটরিং করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে, বিআইএ’র নতুন কমিটি এটি বাস্তবায়নে সহযোগিতা করবে না বলে জানিয়েছে।

ড. এম আসলাম আলম আরও বলেন, ডিজিটালাইজেশন ছাড়াও যদি যথাসংখ্যক জনবল ও আধুনিক প্রযুক্তি থাকতো, তাহলে কাজের অগ্রগতি আরও দ্রুত হতো। তবে আইডিআরএ এখন স্বল্প জনবল ও প্রযুক্তির সঙ্গে কাজ করছে। বিমা খাতের উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে সময় লাগবে, রাতারাতি সম্ভব নয়।
গ্রাহকদের বকেয়া বিমা দাবির বিষয়ে তিনি বলেন, আইডিআরএ’র কাছে উল্লেখযোগ্য শেয়ারহোল্ডারের সম্পদ বিক্রি করার ক্ষমতা নেই, ফলে বিমা দাবির পরিশোধের জন্য আদালতে যেতে হয়। বর্তমানে কর্তৃপক্ষের বেশ কিছু মামলা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, অনিষ্পন্ন বিমা দাবি পরিশোধ না হলে, বিমার প্রতি মানুষের আস্থা বাড়বে না। সুশাসন কায়েম হলে বিমার প্রতি আস্থা বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট