1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তাসকিন-ফিজরা আইপিএলে ডাক পেলে এনওসি দেবে বিসিবি? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

তাসকিন-ফিজরা আইপিএলে ডাক পেলে এনওসি দেবে বিসিবি?

প্রতিনিধি

চলতি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসর। বিশ্বব্যাপী সব তারকা ক্রিকেটার জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন। যদিও আইপিএলের নিলামে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে দুই টাইগার ক্রিকেটার আসর শুরুর আগমুহূর্তেও ডাক পেতে পারেন। যা নিয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

এর আগে নিলামে বাংলাদেশি ক্রিকেটাররা কিছুটা অবহেলিত থাকার অন্যতম কারণ হিসেবে ধরা হয় বিসিবির অল্প সময়ের এনওসি (ছাড়পত্র) দেওয়া কিংবা নির্ধারিত সময়ের আগে ক্রিকেটারদের ফিরিয়ে আনা। এবার নতুন করে কেউ আইপিএলে ডাক পেলে বিসিবি থেকে ছাড়পত্র মিলবে কি না সেই প্রশ্ন উঠেছে। বিগত সময়ে এনওসি ইস্যুতে কঠোরতা দেখিয়েছে বিসিবি, ফলে আইপিএলসহ অনেক টুর্নামেন্টে সুযোগ পেলেও খেলোয়াড়রা যেতে পারেননি।

আজ (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির এই ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান এনওসি দেওয়া প্রসঙ্গে বলেছেন, ‘সার্বিক ক্রিকেটের জন্য যেটা লাভবান হবে আমরা সেটা করার চেষ্টা করব। অনেক সময় এমনও হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি। যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটার এবং আমাদের জাতীয় দলের লাভ হবে তেমনটা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘অনেক সময় এমনও হতে পারে, ভালো অফার পাওয়ার পরও কাউকে ছাড়লাম না, কারণ তার ঘরোয়া ক্রিকেট খেলা প্রয়োজন। সুতরাং এটা নির্ভর করবে সার্বিকভাবে কোনটা মঙ্গলজনক হবে আমাদের বোর্ডের জন্য, ক্রিকেটের জন্য, আমরা সেই সিদ্ধান্তই নেব।’ এখন পর্যন্ত কোনো ক্রিকেটার এনওসি চেয়েছে কি না এমন প্রশ্নে ফাহিমের জবাব, ‘কোনো ক্রিকেটারের সঙ্গে কোনো আলোচনা হয়নি।’

প্রসঙ্গত, আগামী ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। একই ভেন্যুতেই ২৫ মে আইপিএলের ফাইনালও অনুষ্ঠিত হবে। এর আগে আইপিএলের মেগা নিলামে অ্যাক্সিলারেটেড অকশন বা দ্রুততর নিলামের জন্য বাংলাদেশের ১২ জনের মাঝে ছিল কেবল দুজনের নাম। মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তবে তাদের কারও প্রতিই আগ্রহ দেখায়নি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট