1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’-এর সিকুয়্যাল আসছে - NEWSTVBANGLA
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে জুলাই বিপ্লব নতুনভাবে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না : চসিক মেয়র ‘হঠাৎ বিকট শব্দ, দৌড়ে গিয়ে দেখি বাড়ির ভেতরে আগুন আর কান্নাকাটি’ পরিবেশ দূষণমুক্ত চাইলে দূষণকারী শিল্পকারখানা বন্ধ করার আহ্বান না ফেরার দেশে নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মাহিন সরকারের বিরুদ্ধে ৭.৫ কোটি টাকার ভুয়া গল্প, আসলেই কি ঘটেছে বেলকুচিতে রাতের মধ্যে যেসব এলাকায় ঝড় হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামায় জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ললিপপ জনি কেরানীগঞ্জে এসি বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন হাসপাতালে

‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’-এর সিকুয়্যাল আসছে

বিনোদন ডেস্ক :

‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’-এর সিকুয়্যাল আসছে
এবারের ঈদে যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি করেছে শাকিব খানের ‘তাণ্ডব’ ও শরিফুল রাজের ‘ইনসাফ’। দুইটি ছবিই ছিল তারকাবহুল। বর্তমান সময়ের জনপ্রিয় প্রায় সকল তারকাদের উপস্থিতিই দেখা মিলেছে এই দুই সিনেমায়।

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তির প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা তাণ্ডব দেখতে হুমড়ি খেয়ে পড়ছে। বাণিজ্যিক ছবির সকল মসলাই যেন রয়েছে শাকিবের এই সিনেমায়।

অন্যদিকে নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক শরীফুল রাজ। ইতোমধ্যেই সিনেমাটি দেখার পর দর্শকের সাড়াও দেখা গেছে বেশ।

এই সিনেমার মূখ্য এক চরিত্রে রয়েছেন অভিনেতা মোশাররফ করিম। এখানেই শেষ নয়, সিনেমার একটি অংশে দর্শকদের চমকে দিয়ে হাজির হন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার ক্যামিওতে হলভর্তি দর্শকরাও ফেটে পড়েন উচ্ছ্বাসে।
শাকিবের তাণ্ডবে নিশো-সিয়ামকে দেখে চমকে উঠছেন দর্শকেরা

ঈদের প্রথম সপ্তাহে এখনও পর্যন্ত প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়াচ্ছে ‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’। তবে ভক্তদের জন্য সুখবর হচ্ছে, এই দুই সিনেমার ঝড় এখানেই শেষ হচ্ছে না। বরং দুইটি ছবিরই সিকুয়্যাল আসছে।

শাকিব খানের তাণ্ডব সিনেমার পরের পর্ব যে তৈরি হতে যাচ্ছে, সেটার ইঙ্গিত সিনেমাতেই দেওয়া আছে। গল্প বলা হয়েছে সেভাবেই। এমনকি সিনেমা শেষ হতেই স্ক্রিনে লেখা ভেসে ওঠে—তাণ্ডব টু লোডিং।
পরিচালক রায়হান রাফীও জানালেন, হলিউড-বলিউডে যেমন নির্দিষ্ট ঘরানার সিনেমা নিয়ে ‘ইউনিভার্স’ তৈরি হয়, তাণ্ডব নিয়েও তেমনই কিছু করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে তার ‘তুফান’ সিনেমার সঙ্গেও কোনো যোগসাজেশ থাকতে পারে।

তবে কবে নাগাদ তাণ্ডব টু আসছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু বলেননি নির্মাতা। রাফী জানালেন, ‘আমরা সিনেমার শেষে একটা মেসেজ দিয়ে দিয়েছি, তাণ্ডব টু লোডিং। যেহেতু কয়েক দিন হলো মুক্তি পেয়েছে, তাই আমরা ডিরেক্ট স্টেটমেন্ট দিতে চাই না। আর কিছুদিন পর আমরা অফিশিয়ালি বলব। আর যে ইউনিভার্সের কথা আমরা বলছি, সামনে সেটা নিয়ে আরও বিস্তারিত বলব।’

নির্মাতা সঞ্জয় সমদ্দারের ইনসাফও পছন্দ করছেন দর্শক। শরিফুল রাজ ও ফারিণের পাশাপাশি এ সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে ধরা দিয়েছেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। পর্দায় তাদের উপস্থিতি কম হলেও নির্মাতা আশ্বস্ত করেছেন, ইনসাফের দ্বিতীয় পর্বে তাদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘মোশাররফ করিমের মতো একজন অভিনেতাকে পাওয়া আমাদের জন্য আশীর্বাদ। শেষ মুহূর্তে চঞ্চল চৌধুরীর উপস্থিতি দেখে হলে তুমুল করতালি দেখেছি। আমরা ইনসাফ টু নিয়ে বড় পরিকল্পনা করছি। সিনেমায় মোশাররফ, চঞ্চলের যে আলাদা লুক, সেটারও নির্দিষ্ট কারণ আছে। আমরা বড় প্ল্যানে এগোচ্ছি বলেই তাদের আলাদা আলাদা লুকে, আলাদা আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট