1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়ানো হবে - NEWSTVBANGLA
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়ানো হবে

রাজনৈতিক

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশিপ আয়োজিত ‘জুলাই-পরবর্তী রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে এবং ১ কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এসব পরিকল্পনা বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে উল্লেখ রয়েছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, পাকিস্তান কনস্যুলার কামরান ডাঙ্গাল।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলছে। যদি কৃতিত্ব নিয়ে লড়াই করেন, তাহলে এদেশ এগুতে পারবে না। কৃতিত্ব নিয়ে পড়ে থাকলে দেশের মঙ্গল হবে না। মুক্তিযুদ্ধের পর প্রকৃত মুক্তিযোদ্ধারা যার যার কাজে ফিরে গেছেন। তারা কৃতিত্ব নিয়ে লড়াই করেনি।

তিনি বলেন, বিপ্লব পরবর্তী যে সকল দেশ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করেছে তারাই ভালো করেছে। হাসিনার পালিয়ে যাওয়ার পর এক বছর সময় হয়ে গেছে। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা ছাড়া দেশের আর কোনো উপায় নেই।

আমীর খসরু বলেন, গণতন্ত্র হলো দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ব্যবসার অধিকার, সঠিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা। শুধু ভোট দেবে আর ক্ষমতায় যাবে, এটাই গণতন্ত্র না।

তিনি বলেন, দেশের মানুষকে বঞ্চিত করে লোক দেখানো বড় বড় মেগা প্রজেক্টের দরকার নেই। আগে জনগণের মৌলিক বিষয়গুলো সমাধান জরুরি।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে বলে ছাত্ররা ঘোষণা দিয়েছিল। এক বছর পরও তা বাস্তবায়নের চিত্র পরিলক্ষিত হয়নি। কিন্তু বিএনপি’র ৩১ দফায় ইতোমধ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আলোকপাত করা হয়েছে।

তিনি বলেন, হাসিনাকে মানুষজন ক্ষমতায় অমরত্ব দিয়েছিল। সে নিজেও ভেবেছিল ক্ষমতা ছাড়া লাগবে না। কিন্তু তার বাজেভাবে পতন হয়েছে। ক্ষমতা চিরস্থায়ী নয়। পাশের দেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অনেক প্রতিবন্ধকতা সামনে। এসব চ্যালেঞ্জকে মোকাবিলা করে সামনে এগোতে হবে।

তিনি বলেন, গণভবনকে হাসিনা স্বৈরাচারের আঁতুড়ঘর বানিয়ে রেখেছিল। আমাদের ছেলেরা স্বৈরাচারের আঁতুড়ঘর ভেঙে চুরমার করে দিয়েছে।

সেমিনারে বক্তারা বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা হলো রাজনীতির নতুন বন্দোবস্ত। গণতন্ত্র হলো দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ব্যবসার অধিকার, সঠিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা। শুধু ভোট দেবে আর ক্ষমতায় যাবে এটাই গণতন্ত্র না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট