1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক আসামী সজিব হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন ড. ইউনূস ও জাতিসংঘ মহাসচিব ছারছীনা দরবার শরীফে তথ্য উপদেষ্টা, চাইলেন দোয়া ব্যবসায়ীকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার সাংবাদিক গ্রেপ্তার মার্কিনিদের সঙ্গে সমঝোতা ফিলিস্তিনি গোষ্ঠীর, মুক্তি পাবে ৫ জিম্মি রোহিঙ্গারা বাড়ি ফিরতে চায়, সংকটের প্রধান সমাধান প্রত্যাবাসন কূটনীতিক হারুনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে সরকার উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদের নামাজ পড়বেন না সিরাজ জমজমাট বেইলি রোডের ইফতার বাজার বাংলাদেশে ভাঙার জন্য আনা জাহাজে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র পাবনায় নসিমন- অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত

চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক আসামী সজিব হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রতিনিধি

রাজধানীর কদমতলী এলাকায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক আসামী সজিব হোসেন @ সাগর (১৯)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানাধীন পঞ্চসার এলাকায় ভাড়া বাসায় বাসবাসকারী সিএনজি চালক মোঃ সালাউদ্দিন (৫৪) সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত ০১/১১/২০২৪ তারিখ সালাউদ্দিন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার ছেলে মোঃ সালমান (১৮) সালাউদ্দিনের সিএনজিটি ভাড়ায় চালানোর জন্য বের হয়। পরদিন ০২/১১/২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকায় সালমান তার বাবা সালাউদ্দিনের মোবাইলে ফোন করে জানায় যে, কতিপয় দুষ্কৃতিকারীরা তাকে আটকে রেখেছে এবং তাকে জীবিত অবস্থায় ফেরত পেতে হলে চাঁদা হিসেবে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা দিতে হবে এ কথা বলে সালমান ফোনটি কেটে দেয়। অতঃপর সালমানের বাবা সালাউদ্দিন রাজধানীর কদমতলী থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল কদমতলী থানাধীন মেরাজনগর এলাকা হতে ভিকটিম সালমান (১৮) ও তার সিএনজিতে থাকা যাত্রী অপর দুই ভিকটিম কাওসার (২০) ও কিশোরী ভিকটিম (১৯)’কে উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সালমানের সিএনজিতে থাকা দুই ভিকটিম কদমতলী থানাধীন মেরাজনগর এলাকায় ঘুরতে আসলে আসামী সজিব হোসেন @ সাগরসহ অপরাপর ৯-১০ জন আসামীরা মিলে ভিকটিমদের গতিরোধ করে তাদেরকে জোরপূর্বক টেনে হিচড়ে ও মারধর করে উক্ত ঘটনাস্থলের নিকটবর্তী একটি বাসার নিচতলায় ভিকটিম সালমান ও কাওসারকে আটকে রাখে। অতঃপর অপর কিশোরী ভিকটিম (১৯)কে উক্ত বাসার বাথরুমে নিয়ে গিয়ে আসামী সজিব হোসেন @ সাগরসহ অপরাপর আসামীরা ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে পালাক্রমে গণধর্ষণ করে।

উক্ত ঘটনায় ভিকটিম সালমানের বাবা সালাউদ্দিন বাদী হয়ে ডিএমপি ঢাকার কদমতলী থানায় আসামী সজিব হোসেন @ সাগরসহ ০৭ জন এবং অজ্ঞাতনামা আরো ২-৩ জন আসামীদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রুজু করেন। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামীরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত গণধর্ষণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক র‌্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

২৮ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৩:৩৫ ঘটিকায়* র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর কদমতলী থানাধীন পালপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি ঢাকার কদমতলী থানার মামলা নং-০২, তারিখ-০২/১১/২০২৪ খ্রিঃ, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(৩)/৩০ তৎসহ ৩৪১/৩৪২/৩২৩/৩৮৫/৫০৬ দন্ড বিধি ১৮৬০, গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী *মোঃ সজিব হোসেন @ সাগর (১৯),* পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-পদানিয়া উত্তর দৌলতপুর, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট