এপ্রিলের শুরু থেকে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। ভোজ্যতেল পরিশোধনের কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ঘোষণা সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সংগঠনটি বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৮ টাকা এবং খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩ টাকা বাড়াতে চান বলে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিতভাবে জানিয়েছে।
ভোজ্যতেলের ওপর কর-সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরদিন অর্থাৎ ১ এপ্রিল থেকে এই দর কার্যকরের ঘোষণা দেয় ব্যবসায়ীরা।
দাম সহনীয় রাখতে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ভোজ্যতেল আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে শুল্ক-করে ছাড় দেয় সরকার। এসব সুবিধার মেয়াদ বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত উন্নীত করা হয়েছিল। তবে মেয়াদ শেষ হতে চললে পুনরায় এ সুবিধার মেয়াদ আর বাড়াবে কি না তা জানায়নি সরকার। এর পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা শুল্ক বিবেচনায় দাম বাড়ানোর ঘোষণা দেয়।
টি কে গ্রুপের পরিচালক শফিউল আতহার বলেন, ১ এপ্রিল থেকে সয়াবিন ও পাম তেল বাজারজাত করার পর থেকে আগের মতোই মূল্য সংযোজন কর দিতে হবে। মূল্য সংযোজন কর বাবদ এই খরচ সমন্বয় করে ভোজ্যেতেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।