ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা।
বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে তারা কর্মবিরতি শুরু করেন।
মুন্সীগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা দিলারা বেগম জানান, এত কষ্ট করে চিকিৎসা করাতে এসেছি মুন্সীগঞ্জ থেকে। এসে দেখি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ। এখান থেকে ওখানে পাঠায়, ওখান থেকে এখানে পাঠায়। আমার বাচ্চার একটা পা বাঁকা। এর আগে গত রোববার এসেছিলাম। বাচ্চা কান্নাকাটি করছে। এতদূর থেকে কি প্রতিদিন আসা যায়।
চাঁদপুর থেকে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা কাউসার আহমেদ জানান, আমার পায়ের নখে একটি কাঠের টুকরা ঢুকেছে। তিন মাস আগে সেই নখে ইনফেকশন হয়। পরে অপারেশন করে নখটি কেটে ফেলতে হয়। চিকিৎসা নিতে আজ সকালে আবার এসেছি। এসে দেখি চিকিৎসা সেবা বন্ধ। টিকিট কাউন্টারে গিয়ে দেখি তারাও টিকেট দেওয়া বন্ধ করে দিয়েছে। এখানে এমন সেবাপ্রত্যাশী রয়েছে কয়েকশ।
নাম প্রকাশে অনিচ্ছুক কাউন্টারের এক কর্মচারী বলেন, সকাল থেকে এই ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে যায়। তবে অন্যান্য চিকিৎসকরা তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু টিকিট কাউন্টারে এসে ইন্টার্ন চিকিৎসকরা টিকিট দিতে নিষেধ করেন। টিকিট না দিলে চিকিৎসকরা কীভাবে চিকিৎসা দেবেন। আমারও কিছু করার ছিল না টিকিট দেওয়া বন্ধ করে দেই। টিকিট না থাকলে একজন চিকিৎসক চিকিৎসা দেবেন কীভাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইন্টার্ন চিকিৎসক জানান, পাঁচ দফা দাবিতে আমাদের কর্মবিরতি চলছে। সরকারকে এর আগেও অনেক সময় দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে অনেকবার মিটিং হয়েছে। কিন্তু তারা আমাদের বিষয়টি মেনে নেননি। তাই আমরা কর্মবিরতি পালন করছি।