অধীনস্ত কর্মচারীর সঙ্গে প্রেমঘটিত সম্পর্ক গোপন করায় বিশ্বের শীর্ষ খাদ্যপণ্য নির্মাতা নেসলে তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লরেন্ট ফ্রেক্সকে বরখাস্ত করেছে।
মাত্র এক বছর দায়িত্ব পালনের পরেই তিনি বিদায় নিলেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কিটক্যাট চকলেট ও নেসপ্রেসো কফির নির্মাতা এই সুইস খাদ্যপণ্য জায়ান্ট জানিয়েছে, লরেন্ট ফ্রেক্সকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। নেসলের চেয়ারম্যান ও লিড স্বাধীন পরিচালক তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেন।
বিবিসি জানায়, কোম্পানির হুইসেলব্লোয়িং চ্যানেলের মাধ্যমে অভিযোগ আসার পর এই তদন্ত শুরু হয়। নেসলের চেয়ারম্যান পল বুলকে বলেন, “এটি প্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল। নেসলের মূল্যবোধ ও সুশাসন আমাদের প্রতিষ্ঠানের দৃঢ় ভিত্তি। লরেন্টের দীর্ঘদিনের সেবার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।”
বিবিসি বলছে, প্রেমঘটিত এই সম্পর্কটি ছিল ফ্রেক্সের এক সরাসরি অধীনস্ত কর্মীর সঙ্গে। যদিও ওই কর্মী নির্বাহী বোর্ডের সদস্য নন। কনফ্লিক্ট অব ইন্টারেস্টের কারণে তদন্ত শুরু হয়েছিল বলে বিবিসি নিশ্চিত হয়েছে।
তদন্ত পরিচালনায় বুলকের পাশাপাশি স্বাধীন পরিচালক পাবলো ইসলা যুক্ত ছিলেন এবং বাইরের আইনি পরামর্শকও এই তদন্তে সহায়তা দেন।
ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, এ বছরের শুরুর দিকে ফ্রেক্সের বিরুদ্ধে অধীনস্ত কর্মচারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। প্রথম অভ্যন্তরীণ তদন্তে অভিযোগ প্রমাণিত হয়নি। তবে অভিযোগ অব্যাহত থাকায় বহিরাগত আইনজীবীর সহায়তায় পুনরায় তদন্ত হয় এবং এবার অভিযোগ প্রমাণিত হয়।
নেসলের এক মুখপাত্র বলেন, “আমরা সর্বদা করপোরেট গভর্ন্যান্সের সর্বোত্তম নিয়ম মেনে চলেছি। প্রথম তদন্ত শেষ হওয়ার পরপরই দ্বিতীয় তদন্ত শুরু হয়। আজকের সিদ্ধান্ত প্রমাণ করে যে অভিযোগ ও তদন্তকে আমরা গুরুত্বের সঙ্গে দেখি।”
বিবিসি বলছে, প্রায় ৪০ বছর ধরে নেসলের সঙ্গে যুক্ত ছিলেন ফ্রেক্স। তিনি গত বছরের সেপ্টেম্বরে মার্ক শ্নাইডারের স্থলাভিষিক্ত হয়ে সংস্থাটির বৈশ্বিক প্রধান নির্বাহীর দায়িত্ব নেন। তবে নেসলে নিশ্চিত করেছে, তিনি কোনো এক্সিট প্যাকেজ পাবেন না।
লরেন্ট ফ্রেক্সের স্থলাভিষিক্ত হয়েছেন নেসলেরই আরেক কর্মকর্তা ফিলিপ নাভ্রাটিল। তিনি ২০০১ সাল থেকে কোম্পানির সঙ্গে যুক্ত। পল বুলকে বলেন, “আমাদের কৌশলে কোনো পরিবর্তন আসছে না। কর্মদক্ষতার গতিও আমরা হারাব না।”
বুলকে আগামী বছর চেয়ারম্যানের পদ ছাড়বেন। তার উত্তরসূরি হিসেবে জারা-অধীনস্ত ইন্ডিটেক্সের সাবেক প্রধান পাবলো ইসলার নাম প্রস্তাব করা হয়েছে।