1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
Refurbished স্মার্টফোন মানেই খারাপ নয়! কেনার আগে যা জানা জরুরি - NEWSTVBANGLA
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে জুলাই বিপ্লব নতুনভাবে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না : চসিক মেয়র ‘হঠাৎ বিকট শব্দ, দৌড়ে গিয়ে দেখি বাড়ির ভেতরে আগুন আর কান্নাকাটি’ পরিবেশ দূষণমুক্ত চাইলে দূষণকারী শিল্পকারখানা বন্ধ করার আহ্বান না ফেরার দেশে নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মাহিন সরকারের বিরুদ্ধে ৭.৫ কোটি টাকার ভুয়া গল্প, আসলেই কি ঘটেছে বেলকুচিতে রাতের মধ্যে যেসব এলাকায় ঝড় হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামায় জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ললিপপ জনি কেরানীগঞ্জে এসি বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন হাসপাতালে

Refurbished স্মার্টফোন মানেই খারাপ নয়! কেনার আগে যা জানা জরুরি

প্রতিনিধি

বর্তমানে স্মার্টফোনের বাজারে অনেকেই Refurbished ফোন নিয়ে বিভ্রান্তিতে পড়েন। অনেকের ধারণা, এই ধরনের ফোন মানেই নষ্ট বা সেকেন্ড হ্যান্ড। অথচ সত্যি হচ্ছে Refurbished স্মার্টফোন মানেই খারাপ নয়।

Refurbished স্মার্টফোন কী? কেন এই ফোন সস্তা হয়? এবং কেনার আগে কী কী বিষয় মাথায় রাখা জরুরি?

Refurbished স্মার্টফোন মূলত সেই ডিভাইস, যেটি কোনও ক্রেতা ব্যবহার করার কিছুদিন পর হয়তো ত্রুটি পেয়ে ফেরত দিয়েছেন বা অন্য কারণে রিটার্ন হয়েছে। সেই ফোনটিকে কোম্পানি বিশেষভাবে সারিয়ে তোলে এবং আবার বিক্রির জন্য প্রস্তুত করে।

সেকেন্ড হ্যান্ড ফোন সরাসরি একজন ব্যবহারকারীর কাছ থেকে কিনে নেওয়া হয়ে থাকে। সেখানে কোনও গ্যারান্টি বা সার্টিফায়েড চেকিং থাকে না।

কিন্তু Refurbished ফোন মানে, পেশাদার টেকনিশিয়ান দ্বারা পরীক্ষা ও মেরামত করা হয়েছে, নতুন পার্টস লাগানো হয়েছে এবং সব দিক থেকে নতুনের মতো বানানো হয়েছে।

Refurbished ফোন তৈরির ধাপ : পুরনো ফোন কিভাবে নতুনের মতো হয়ে ওঠে?

সংগ্রহ (Assemble): ক্রেতাদের রিটার্ন করা পুরনো অথবা ত্রুটিপূর্ণ ফোনগুলো কোম্পানি সংগ্রহ করে। এগুলোর মধ্যে থাকতে পারে ভাঙা ডিসপ্লে, জলে পড়া ফোন কিংবা হার্ডওয়্যার সমস্যায় আক্রান্ত ডিভাইস।

পরীক্ষা-নিরীক্ষা (Testing): ফোনটি সারানো সম্ভব কি না তা নিশ্চিত করতে প্রতিটি ডিভাইস খুঁটিয়ে পরীক্ষা করা হয়। টেকনিশিয়ানরা ক্ষতির মাত্রা নির্ধারণ করেন এবং প্রয়োজনীয় রিপ্লেসমেন্ট পার্টস নির্ধারণ করেন।

মেরামত (Repair): ড্যামেজড পার্টস সরিয়ে নতুন OEM (Original Equipment Manufacturer) পার্টস স্থাপন করা হয়। যেমন স্ক্রিন, ব্যাটারি, ক্যামেরা, চিপসেট ইত্যাদি।

ক্লিনিং এবং টেস্টিং: ফোনের ভিতর-বাহির ভালভাবে পরিষ্কার করা হয়। এরপর একাধিকবার পরীক্ষা করা হয়, যাতে কোন ত্রুটি না থাকে।

গ্রেডিং (Grading): মেরামত শেষ হলে ফোনের অবস্থা অনুযায়ী Grade দেওয়া হয়।

Grade A: দেখতে ও পারফর্মেন্সে প্রায় নতুন।
Grade B: সামান্য কসমেটিক দাগ থাকতে পারে, কিন্তু ফিচারে নতুনের মতো।
Grade C: অনেক ক্ষেত্রে ভিজুয়ালি দাগ থাকে, কিন্তু ফিচার চালু থাকে।
প্যাকেজিং ও সেলস: ফোন প্যাক করা হয় নতুন মোড়কে। সাথে দেওয়া হয় চার্জার ও প্রয়োজনীয় অ্যাকসেসরি। মূল ফোনের থেকে কম দামে বিক্রি করা হয়।

Refurbished স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখা জরুরি

বিশ্বস্ত সেলার বা ব্র্যান্ড থেকে কিনুন।
গ্যারান্টি ও রিটার্ন পলিসি ভালোভাবে চেক করুন।
Grade A বা Grade B ফোন প্রেফার করুন।
ফোন কেনার আগে ফিজিক্যাল কন্ডিশন নিজে যাচাই করুন।
অনলাইনে সেলার রিভিউ পড়ে নিশ্চিত হয়ে নিন।
Refurbished স্মার্টফোনে কি ত্রুটি থাকতে পারে?

হ্যাঁ, যদি আপনি অবিশ্বস্ত সেলার থেকে কিনেন, তাহলে ত্রুটিপূর্ণ ডিভাইস পাওয়ার আশঙ্কা থাকে। তবে রেপুটেড কোম্পানি ও সার্টিফায়েড বিক্রেতাদের কাছ থেকে কিনলে সাধারনত গ্যারান্টি সহ ফোন দেওয়া হয়।

Refurbished ফোন কিনবেন? এই বিষয়গুলো না জানলে ঠকতে পারেন!

বর্তমানে অনেকে খরচ বাঁচানোর জন্য Refurbished ফোন কেনার দিকে ঝুঁকছেন। তবে কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি —

গ্যারান্টি চেক করুন।
কোম্পানির সার্টিফিকেশন যাচাই করুন।
রিটার্ন ও রিপ্লেসমেন্ট পলিসি পড়ুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট