বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পরিচয়ে বিভিন্ন তদবিরের কথা বলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে হাতিয়ে নিতো লক্ষ লক্ষ টাকা। এক প্রতারককে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ
শনিবার বিকেলে সাভারের পাকিজা গার্মেন্টসের সামনে থেকে এ কে এম আমিনুর রহমান মেজর নামে প্রতাযক কে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাক,ব্যাজ, ওয়াকিটকি সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়, তিনি একাধিক মানুষের সাথে মামলা বাণিজ্য ও তদবির কথা বলে প্রতারণা করেছে বলে জানান পুলিশ।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহিনুর কবির জানান এই প্রতারক বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছিল, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে পাকিজা গার্মেন্টসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়