সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে মাঝেমধ্যেই দেখা যায় ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির বিভিন্ন ধরনের পোস্ট। কখনও তিনি কোনও ঘটনায় সোচ্চার, কখনও আবার একেবারেই অন্য মুডে।
কাছের মানুষের জীবনের আনন্দের ঘটনা এর আগেও শেয়ার করেছেন তিনি। তেমনই একটি সুন্দর মুহূর্ত ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করতে দেখা গেল অভিনেত্রীকে।
মেয়ে অন্বেষা, কর্মসূত্রে বিদেশে থাকেন। সেখান থেকেই মাঝেমধ্যে নানা সুন্দর মুহূর্ত ভাগ করেন মায়ের সঙ্গে। এবার উইকেন্ডে চুটিয়ে ছুটি উপভোগ করছেন অভিনেত্রীর মেয়ে। এদিকে বিদেশে যেতে না পারলেও, নিজের দেশে গাড়িতে বসেই সেলফি ভাগ করলেন স্বস্তিকা।
সুন্দর ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, ‘যে যেখানে থাকেন, সেটাই তার দেশ। মাতৃভূমি মাতৃভাষার মতোই সবচেয়ে সুন্দর। সবচেয়ে প্রিয়। সবচেয়ে প্রাণের। কিন্তু দেশ যেখানে থাকি সেটাই। যাক এই নিয়ে তর্ক পরে হবে। মেয়ে নিজের দেশে এদিক ওদিক যাচ্ছে, আর ফটো পাঠাচ্ছে।’
মেয়েও যেমন ঘুরছেন, তেমন নিজের দেশেই গাড়ি করে এক জায়গা থেকে আর এক জায়গায় কাজ করে বেড়াচ্ছেন স্বস্তিকা। তবে যে দিন মেয়ের সঙ্গে আবার দেখা হবে সেই দিন তার ছুটি হবে, বললেন অভিনেত্রী।
তার মা বলতেন, ‘এমন দিন আসবে দেখবি পায়ের তলায় চাকা। সেই কথাই ফলে গেল। টোটো কোম্পানি হয়ে খালি হিল্লি দিল্লি করে বেড়াচ্ছি।’ তবে মেয়েকেও নিজের ছবি পাঠাতে ভুললেন না অভিনেত্রী। বললেন, ‘বুঝলাম গাড়িতে তোলা নিজস্বীটাই আমার বেস্ট।’