ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না সরকারি সাত কলেজ। ২০২৪-২৫ সেশন থেকে ভর্তি পরীক্ষা নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। সাত কলেজকে নিয়ে উচ্চমানের বিশ্ববিদ্যালয় গঠন হবে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা কলেজে সাত কলেজ অধ্যক্ষদের সঙ্গে ঢাবি প্রশাসনের জরুরি সভার বিষয়ে জানাতে আযোজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন।
অধ্যক্ষ বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের জন্য শিক্ষক ও শিক্ষাবিদদের মতামতের ভিত্তিতে দাঁড় করানো হবে নতুন এক কাঠামো। ছাত্ররা যে ৬ দফার কথা বলেছ, সে বিষয়ে আলোচনা হয়েছে। ছাত্রদের প্রস্তাবেই সব দাবির বিষয় সভায় উত্থাপন করা হয়েছে। তবে সব দাবির সিদ্ধান্ত এখনো আসেনি।
অধিভুক্তি বাতিলের বিষয়ে তিনি বলেন, সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। শিক্ষক ও শিক্ষাবিদদের সঙ্গে কথা বলে দুই বিশ্ববিদ্যালয়ের বাইরে এককাঠামো দাঁড় করানো হবে। যেখানে অধ্যায়ন করবে ৭ কলেজের শিক্ষার্থীরা।
অধ্যক্ষ ইলিয়াস আরো বলেন, সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে করা হয়েছিল তৎকালীন সরকারের আমলে। তবে এর সঠিক কোনো মূল্যায়ন আমরা দেখতে পাইনি কিংবা কোনো প্রজ্ঞাপনও আমরা দেখিনি। আমাদের এখন যেটি মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যারা ভিসি ছিলেন তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণেই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন করা হয়েছিল।
তিনি বলেন, যেসব সিদ্ধান্ত এসেছে তাতে সাত কলেজের শিক্ষার্থীরা সন্তুষ্ট কিনা সেটা আলোচনা করে জানানো হবে। শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের অভিভাবকরা বৈঠক করবেন। পরে তাদের আল্টিমেটামের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে, দুপুরে ঢাবি প্রশাসনের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।