প্রকৃতিতে শীতের আবহ শুরু হয়েছে। শহরাঞ্চলে এর প্রভাব তেমন দেখা না গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় শীতের প্রকোপ তুলনামূলক বেশি। তাই শীতের তীব্রতা থেকে বাঁচাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল, ফ্যাকাল্টি, ইনস্টিটিউট, টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দায়িত্বরত নৈশপ্রহরী ও কর্মচারীদের শীতবস্ত্র উপহার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (১৭ নভেম্বর) ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দিবাগত রাত ১২টা থেকে শুরু করে ভোর ৪টা পর্যন্ত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নুর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক ইকবাল হায়দার, ঢাকা মহানগর পূর্ব শিবিরের সেক্রেটারি ও ঢাবি শিক্ষার্থী আসিফ আব্দুল্লাহসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।
ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েম বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ যত অংশীজন আছেন তাদের যেকোনো সমস্যায় আমরা পাশে থাকব, এটা শিবিরের নিয়মিত কাজ। নৈশপ্রহরী হিসেবে যারা ঠান্ডার মধ্যে রাত জেগে দায়িত্ব পালন করেন, শীতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য আমাদের এই শীতবস্ত্র উপহার কর্মসূচি। আমরা তাদের হাতে এই উপহার পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের সন্তানদের পড়াশোনায় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছি।