1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভার বিএনপি'র নেতা ও সাংবাদিককে  হয়রানীর অভিযোগ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

সাভার বিএনপি’র নেতা ও সাংবাদিককে  হয়রানীর অভিযোগ

প্রতিনিধি

সাভার প্রতিনিধি: সাভারের হেমায়েতপুরে একটি বিএনপি নেতার পরিবারকে হয়রানীর অভিযোগ করা হয়েছে। আজ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সাংবাদিক শরীফুল ইসলাম এ অভিযোগ করেন।

তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর বহুল প্রচারিত মানবজমিন পত্রিকায়, ১০ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় ও ৮, ১০ ও ১৪ কালবেলায় অক্টোবর আমার পরিবারের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি, মারধর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও গার্মেন্টস নিয়ন্ত্রণ করার সংবাদ প্রকাশ করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানীমূলক। তিনিটি পত্রিকায়ই একই রিপোর্ট হুবহু প্রকাশিত হয়েছে। এর থেকে বুঝা যায় প্রকাশিত সংবাদগুলো মিথ্যা, কাল্পনিক, মনগড়া ও ষড়যন্ত্রমূলক।

আওয়ামী লীগের লোকজন নব্য বিএনপি নেতা সেজে এলাকায় ফুটপাতসহ জমিজামা দখলে ব্যস্ত। আমি বা আমার কোন ভাই হেমায়েতপুরের কোন ফুটপাথ, ভ্রাম্যমাণ মার্কেট, কুলিবিট, বাজার-ঘাট, মসজিদ কমিটি, হাউজিং ব্যবসা দখলে ব্যস্ত নই। এই সংবাদে অভিযোগ করা হয়েছে আমি নাকি টিমট্রেস্ক্র গার্মেন্টস দখন নিয়েছি। যা হাস‍্যকর। কারণ এই গার্মেন্টস এর এম ডি মনিরুল ইসলাম এই অভিযোগ শুনে সে নিজেই হতভম্ব সে নিজে বলেছে এবং তাকে যেই জিজ্ঞাসা করবে প্রকাশ‍্যে বা গোপনে সে বলছে শরিফ কোন ভাবেই এর সাথে জড়িত নয়।

এর থেকে বুঝা যায় এই নিউজগুলো উদ্দেশ্য প্রণোদিত। একই নিউজে একটি অংশে যুবলীগ নেতা মনির হোসেন তাকে মারধোরের অভিযোগ করেছে আমার বিরুদ্ধে। আওয়ামীলীগের পেতাত্বারা এখনো স্বক্রিয় এজন‍্য এরূপ মিথ‍্যা ও বানোয়াট অভিযোগ করেছে আমার বিরুদ্ধে।বরং আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গোটা পরিবার আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত। আমাদের পুরো পরিবারের নামে ৩৬ টি রাজনৈতিক মিথ্যা হয়রানি মূলক মাললা দিয়েছিলো স্বৈরাচারী হাসিনা সরকার।

আমার মরহুম পিতা মো্: শাহজাহান ব্যাপারিসহ আমরা চার ভাই মিথ্যা মামলায় এক সঙ্গে জেল খেটেছি। এবং আমার ছোট ভাই রাকিব এবং রাসেল ছাত্র আন্দোলনের সময় রাজপথে সামনের কাতারে থেকে আন্দোলন করেছে এই স্বৈরাচারী সরকারকে হটানোর জন‍্য।আমার পরিবারের প্রতি ঈর্ষান্বিত হয়ে এলাকার কিছু লোক এসব নিউজ করাচ্ছে। হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি করা নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে প্রকৃত সত্য হলো স্কুলের শিক্ষক ও অভিবাবকরা মিলে আমাকে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি করেছে। এখানে উল্লেখ্য যে স্কুলটি সম্পূর্ণ বেসরকারি। তিনি প্রশাসনের উদ্দেশ্যে ফুটপাত উচ্ছেদের আহবান জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট