ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার বলেছেন, দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ১০ দিনের জন্য বন্ধ করা হবে। খবর এএফপি’র। মাদুরো বলেন, টেলিকমিউনিকেশনের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থা ‘ভেনিজুয়েলায় ১০ দিনের জন্য সামাজিক নেটওয়ার্ক এক্সের (সাবেক টুইটার) কার্যক্রম বন্ধ রাখবে।’
সাইটটির মালিক এলন মাস্ক মাদুরোর পুন:নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ উঠার পর দেশটি এমন পদক্ষেপ গ্রহণ করলো।