1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমেরিকায় পাড়ি দিতে চলেছেন মেসি! - NEWSTVBANGLA
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে জুলাই বিপ্লব নতুনভাবে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না : চসিক মেয়র ‘হঠাৎ বিকট শব্দ, দৌড়ে গিয়ে দেখি বাড়ির ভেতরে আগুন আর কান্নাকাটি’ পরিবেশ দূষণমুক্ত চাইলে দূষণকারী শিল্পকারখানা বন্ধ করার আহ্বান না ফেরার দেশে নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মাহিন সরকারের বিরুদ্ধে ৭.৫ কোটি টাকার ভুয়া গল্প, আসলেই কি ঘটেছে বেলকুচিতে রাতের মধ্যে যেসব এলাকায় ঝড় হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামায় জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ললিপপ জনি কেরানীগঞ্জে এসি বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন হাসপাতালে

আমেরিকায় পাড়ি দিতে চলেছেন মেসি!

প্রতিনিধি

প্রাণের ক্লাব বার্সেলোনায় (Barcelona FC) ফেরা হচ্ছে না লিওনেল মেসির (Lionel Messi)। যাচ্ছেন না সৌদি আরবের (Saudi Arabia) ক্লাব আল-হিলালেও (Al Hilal)। আমেরিকার (America) মেজর লিগ সকারের (Major League Soccer) ক্লাব ইন্টার মায়ামিই (Inter Miami) হতে যাচ্ছে মেসির পরবর্তী গন্তব্য। এমনটাই খবর একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। যদিও চুক্তির চূড়ান্ত শর্ত এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, বিভিন্ন স্পনসরশিপ-সহ মোটা অংকের চুক্তিই পেতে চলেছেন সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার।

ইউরোপেই থাকতে চেয়েছিলেন মেসি। প্রিয় ক্লাব বার্সেলোনায় ফিরতেও আগ্রহী ছিলেন। কিন্তু লা লিগায় আর্থিক ফেয়ার প্লে সীমাবদ্ধতা আছে সেটা কাটিয়ে উঠে মেসিকে ভালো কোনও প্রস্তাব দিতে পারেনি কাতালান ক্লাবটি। আর তাই শোনা যাচ্ছে আমেরিকায় পাড়ি দিতে চলেছেন ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া ‘এলএম টেন’।

ইতমধ্যেই প্যারিস সাঁ জাঁ ছেড়ে দিয়েছেন লিও। কয়েক দিন আগে ক্লেরমন্টের বিরুদ্ধে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিও। তারপর থেকেই তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা ফুটবল মহলে। মেসির সম্ভাব্য গন্তব্য হিসাবে তিনটি ক্লাবের নাম শোনা যাচ্ছিল। এক পুরনো ক্লাব বার্সেলোনা, দুই আরবের আল হিলাল। এবং তিন ইন্টার মিয়ামি। সূত্রের খবর মেসি বেছে নিলেন ইন্টার মিয়াকে। মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো চেয়েছিলেন মেসি বার্সেলোনায় ফিরুক। কিন্তু সেটা আর হল না।

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই তাঁর বাবা জর্জ মেসিকে দেখা যায় বার্সা প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তার বাড়ি থেকে বেরোতে। মেসি যে বার্সাতেই ফিরতে চান, সেকথা জানিয়েও দেন লিও-র বাবা ও এজেন্ট জর্জ মেসি। এর মধ্যেই লিওকে নিয়ে তাৎপর্যপূর্ণ পোস্ট করেন তাঁর স্ত্রী। বার্সেলোনার জার্সিতে মেসির একটি ছবি ফেসবুকে পোস্ট করেন আন্তোনেলা। সেই ছবির সঙ্গে ক্যাপশন হিসাবে লেখেন, ‘ঘরে ফিরে এসো লিও!’ তাতে মেসির বার্সায় যোগদানের সম্ভাবনা বাড়ে। তবে তিনি বার্সায় ফিরছেন না।

দীর্ঘ কেরিয়ারে এই প্রথমবার মতো ইউরোপের বাইরে কোনও ক্লাবে খেলতে যাচ্ছেন মেসি। বার্সেলোনায় ২১ বছর কাটিয়েছিলেন। সেই সময় কাতালানদের হয়ে ৩৫টি ট্রফি জিতেছিলেন ।৩৫ বছর বয়সী মেসি বার্সেলোনাকে বিদায় জানিয়ে পিএসজি-তে নাম লিখিয়েছিলেন ২০২১ সালে। দুই বছরে দুটি লিগ শিরোপা জিতলেও পিএসজির সবচেয়ে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি মেসি। এরমধ্যে এবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পিএসজি।–জি নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট