বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৫৪) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবারাত ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রফিকুল ইসলাম উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার পূর্ব ঢাকা রোড নামক স্থানে সাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিল পথচারী রফিকুল ইসলাম। এ সময় একটি যানবাহনের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টায় মারা যান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা অনেক উত্তেজিত হয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।