রাজধানীর কোতোয়ালী এলাকা থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
আটককৃতের নাম- মোঃ ফয়জুর রহমান ওরফে নিপু। এ সময় তার হেফাজত থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ মার্চ ২০২৩ খ্রি.) রাত ১১:২০ টায় কোতোয়ালী থানাধীন ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সংক্রান্তে আটককৃতের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।