1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১২ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১২

রাজনীতি

ফেনীর পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পরশুরাম স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই পরশুরাম স্টেশন রোড এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

অনুষ্ঠানে মঞ্চের সামনে বসা নিয়ে পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে মো. ইসমাইল, মো. তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, মো. সোহেল, মৃধুল, তৌহিদ, পাপ্পু ও মো. হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।

আহতদের মধ্যে মো. ইসমাইল ও মো. তাজুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক বলেন, তাদের হামলায় আমাদের ৭-৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল ও তার ছেলে গুরুতর আহত হয়ে বর্তমানে ফেনীতে চিকিৎসাধীন। বিষয়টি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু দেখছেন। আমরা আশা করি, তিনি দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

অন্যদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব বলেন, মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো দলীয় গ্রুপিং নেই।

পরশুরাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ জানান, পুলিশ শুরু থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা লিখিত অভিযোগ করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট