1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য - NEWSTVBANGLA
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে জুলাই বিপ্লব নতুনভাবে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না : চসিক মেয়র ‘হঠাৎ বিকট শব্দ, দৌড়ে গিয়ে দেখি বাড়ির ভেতরে আগুন আর কান্নাকাটি’ পরিবেশ দূষণমুক্ত চাইলে দূষণকারী শিল্পকারখানা বন্ধ করার আহ্বান না ফেরার দেশে নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মাহিন সরকারের বিরুদ্ধে ৭.৫ কোটি টাকার ভুয়া গল্প, আসলেই কি ঘটেছে বেলকুচিতে রাতের মধ্যে যেসব এলাকায় ঝড় হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামায় জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ললিপপ জনি কেরানীগঞ্জে এসি বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন হাসপাতালে

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য

প্রতিনিধি

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী বলেছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।

শনিবার (১৬ আগস্ট) চট্টগ্রাম নগরের দেবপাহাড় এলাকার নিজ বাসভবনে ‘সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম’-এর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ওসমান চৌধুরী বলেন, রাষ্ট্রের চারটি স্তম্ভ। আগে আমরা তিনটি স্তম্ভ নিয়ে ব্যস্ত ছিলাম। এখন চতুর্থ স্তম্ভ, অন্য তিনটি স্তম্ভের চাইতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গণমাধ্যমের যে অবস্থান, সমাজে তার প্রভাব অন্য যেকোনো মাধ্যমের চাইতে অনেক বেশি। সাংবাদিকরা যদি সঠিকভাবে কাজ করতে পারেন, তাহলে সমাজ এগিয়ে যেতে বাধ্য।

গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি গত ১৭ বছরের পরিস্থিতি তুলে ধরে বলেন, টুটি তখনও চেপে ধরা হয়েছে, হয়ত আগামীতেও চেপে ধরা হবে। কিন্তু গত ১৭ বছরে যে সিচুয়েশনটা ছিল, সেটা থেকে কিছুটা হলেও আমরা মুক্তি পেয়েছি। এর মধ্যে কিছু ঘটনা ঘটে গেছে, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত কাজ চালিয়ে যেতে দেওয়া আমাদের সবার দায়িত্ব।

সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়ন প্রসঙ্গে আইনজীবী ফোরামের এ নেতা বলেন, সবসময় সাতকানিয়া-লোহাগাড়ার সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। এত সম্ভাবনাময় একটা জায়গা, কি নেই আমাদের! প্রাকৃতিক বৈচিত্র্য, পাহাড়, নদী, খাল সবকিছুই আছে। দ্বীপ চরতীর মতো জায়গায় পর্যটন কেন্দ্র হতে পারত। কিন্তু যথাযথ নেতৃত্বের অভাবে সাতকানিয়া-লোহাগাড়া বিকশিত হতে পারেনি।

এলাকায় কিশোর গ্যাং তৈরির কারণ হিসেবে মাঠের অভাবকে দায়ী করে নিজের শৈশবের স্মৃতিচারণ করে ব্যারিস্টার ওসমান চৌধুরী বলেন, এখন সাতকানিয়ায় কিশোর গ্যাংয়ের কথা শোনা যাচ্ছে। আমি যখন দেখি ফুটবল মাঠ ভাড়া করে খেলতে হচ্ছে, টার্ফ গড়ে উঠছে, তখন অবাক হই। আমরা ধানের জমিতে পিচ করে ক্রিকেট খেলেছি, ডাংগুলি খেলেছি। এখনকার ছেলেমেয়েরা খেলবে কোথায়? তাহলে কিশোর গ্যাং কেন মাথাচাড়া দেবে না?

উন্নয়নের জন্য শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে বেসরকারি খাতের উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের বড় বড় ব্যবসায়ীর অনেকেই সাতকানিয়া-লোহাগাড়ার। তারা চাইলে এখানে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ গড়ে তুলতে পারতেন। সরকারিভাবে সব কিছু সম্ভব না, দরকার প্রাইভেট সেক্টরের উদ্যোগ।

সরাসরি রাজনীতিতে আসার বিষয়ে তিনি বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের দায়িত্বে থাকায় সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে মিছিল-মিটিংয়ে যাওয়াটা নৈতিকভাবে উচিত মনে করছি না। কিন্তু পরিস্থিতি আমাকে কোথায় নিয়ে যায়, আমি জানি না।

নিজের লক্ষ্যের কথা উল্লেখ করে ব্যারিস্টার ওসমান চৌধুরী বলেন, এমপি-মন্ত্রী হওয়া আমার লক্ষ্য নয়। আমার একটাই লক্ষ্য, আমার বাবা (আবদুল গাফফার চৌধুরী) যে সুনাম অর্জন করেছেন, তা যেন আমার কোনো কারণে নষ্ট না হয়। মানুষের পাশে থেকে সম্মানটা ধরে রাখাই আমার উদ্দেশ্য।

৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে সঠিক নেতৃত্ব নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকের বিস্তার বা সন্ত্রাসের বিস্তার রাজনৈতিক ছত্রছায়ায় হয়। আগামীতে যাতে এমনটা না হয়, সেজন্য কাদের নেতৃত্বে আসা উচিত সে বিষয়ে আপনাদের সোচ্চার হতে হবে। আপনারা সমাজের দর্পণ, আপনাদের লেখনীতেই মানুষ সঠিক সিদ্ধান্তে পৌঁছাবে।

তিনি সাংবাদিকদের তার গুণগান না করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তাকে যোগ্য করে তোলার অনুরোধ জানান।

সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এস এম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক ওমর ফারুক, জ্যেষ্ঠ সাংবাদিক সরওয়ার আমিন বাবুসহ অন্য সাংবাদিকরা।

ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য প্রয়াত আবদুল গাফফার চৌধুরীর বড় ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও লন্ডন থেকে আইনে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট