জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে জামালপুরে আজ সেমাবার (২৮ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।
কর্মসূচি সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান। ইতোমধ্যে শহরের ফৌজদারি মোড়ে পথসভার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মঞ্চ ও তোরণ নির্মাণের পাশাপাশি ফৌজদারি মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ব্যানার-পোস্টার লাগানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা এনসিপির নেতারা জানান, আজ সোমবার সকালে জেলা পরিষদ ডাক বাংলোতে এনসিপির কেন্দ্রীয় নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর বেলা সাড়ে ১১টায় শহরের তমালতলা মোড় থেকে পদযাত্রা শুরু করবে এনসিপি। তমালতলা, বকুলতলা হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে পদযাত্রা শেষে সেখানেই এনসিপির পথসভা অনুষ্ঠিত হবে।
পদযাত্রায় পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন শুভ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, এনসিপির পদযাত্রাকে ঘিরে নিরাপত্তার জন্য এপিবিএনসহ প্রায় ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ রাখা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান বলেন, জামালপুরে জুলাই পদযাত্রার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি পদযাত্রায় অনেক মানুষের সমাগম ঘটবে। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতারা জামালপুরে এসেছেন।