ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো- ইন্ডিয়ান আইডলের চেনা মুখ ছিলেন সঞ্চালক মিনি মাথুর। প্রথম তিনটি শো-এ সঞ্চালনা করলেও চতুর্থ সিজন থেকে আর দেখা যায়নি তাকে। এর বহুদিন পর সেই অনুপস্থিতির আসল কারণ সামনে আনলেন এই জনপ্রিয় সঞ্চালিকা।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মিনি জানান, চতুর্থ সিজনে তাকে না রাখার কারণ ছিল, কারণ তিনি গর্ভবতী ছিলেন। তার কথায়, ‘আমি গর্ভবতী ছিলাম বলেই আমাকে সরিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানালো, ভারতীয় দর্শক নাকি গর্ভবতী হোস্ট দেখতে চায় না!’
আন্তর্জাতিক রিয়্যালিটি শোগুলোর তুলনা টেনে মিনি বলেন, ‘বিদেশে গর্ভবতী হোস্টদের নিয়মিত দেখা যায়, কিন্তু আমাদের দেশে এখনো এমন মানসিকতা বজায় রয়েছে, যা একজন হবু মায়ের পেশাগত দক্ষতাকেই অস্বীকার করে দেয়।’
শুধু তাই নয়, শো-এর ভেতরের আরও অনেক অপ্রকাশিত তথ্য ফাঁস করেছেন মিনি। তার দাবি, প্রথম তিনটি সিজন ছিল একেবারে বাস্তব, যেখানে প্রতিযোগী, আবেগ, গান—সবই ছিল খাঁটি। কিন্তু চতুর্থ সিজন থেকেই নাকি শুরু হয় “নকল আবেগ দেখানোর চক্র”।
তিনি বলেন, ‘একটা এপিসোডে আমাকে বলা হয়েছিল আবেগঘন মুহূর্ত তৈরি করতে, যেন দর্শকের চোখে জল আসে। কিন্তু আমি তখনই বুঝেছিলাম, এটা আর আমার জায়গা নয়। আমি অভিনেত্রী নই, আমি রিয়্যাল হোস্ট হতে চেয়েছি।’
মিনির এই মন্তব্যের পর রিয়্যালিটি শো গুলোর অন্দরের বাস্তবতা নতুন করে প্রশ্ন উঠছে। এতদিন যারা এই ধরনের অনুষ্ঠানে আবেগ ও প্রতিযোগিতাকে নিখাদ বলে বিশ্বাস করতেন, তাদের কাছে এই উন্মোচন নিঃসন্দেহে হতাশার।