অবিলম্বে সংসদ নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান সিপিবির
অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে এক বিক্ষোভ সমাবেশ থেকে দলটির নেতারা এ আহ্বান জানান। তারা বলেন, সুস্পষ্ট তারিখ ঘোষণার পর নির্বাচন কমিশন সংস্কার করে জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন।
‘কথিত মানবিক করিডরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্ত ও চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদ’ শীর্ষক বিক্ষোভ সমাবেশে সিপিবির ঢাকার মহানগর উত্তর, দক্ষিণ ও বিভিন্ন থানার নেতা–কর্মীরা অংশ নেন।
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) বলেন, ‘সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, মানবিক করিডর দেবে। কার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছে? দেশের জনগণকে বাদ দিয়ে করিডর দিয়ে দেবেন? অন্তর্বর্তীকালীন সরকার সীমা ছাড়িয়ে গেছে।’
অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয় উল্লেখ করে সিপিবির এই নেতা বলেন, ‘আপনারা কি নির্বাচিত সরকার? গণ–অভ্যুত্থানের ভিত্তিতে এসে আমরা অন্তর্বর্তী সরকার বানিয়েছি। সব দায়িত্ব আপনাদের নয়। …নির্বাচনের নামে কালবিলম্ব করে আপনাদের আসল উদ্দেশ্য করিডর দেওয়া, বন্দর দেওয়া। তাই হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা আলোচনার নামে নির্বাচনকে বিলম্ব না করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করে, নির্বাচন কমিশন সংস্কার করে ২৪–এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন।’
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, রাখাইনে মানবিক করিডর দিলে বাংলাদেশ দখল হয়ে যাবে। সরকার যদি সিদ্ধান্ত থেকে সরে না আসে, সবাইকে নিয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে। …চট্টগ্রাম বন্দরের যে সক্ষমতা তার থেকে এখন বেশি সুবিধা পাওয়া যাচ্ছে। তাহলে কেন বিদেশিদের হাতে আমরা এ বন্দর তুলে দেব। সরকারের প্রতি আহ্বান থাকবে, মানবিক করিডর দিয়ে দেশকে হুমকির মুখে ফেলে দেবেন না।