খাগড়াছড়ির সীমান্ত দিয়ে অবৈধভাবে ৫ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (২২ মে) ভোরে রামগড় উপজেলার ফেনীরকুল চর এলাকার সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশে প্রবেশ করেন। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবি তাদের আটক করে।
আটককৃতরা হলেন- মো. উম্মেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) এবং তাদের তিন কন্যা রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমামিয়া খাতুন (৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্ত পার হয়ে সোনাইপুল বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়রা বিষয়টি মহামুনি বিজিবি ক্যাম্পে জানায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
আটক উম্মেদ আলী দাবি করেন, গুজরাট থেকে প্রথমে বিমানে এবং পরে বাসে করে তাদের ত্রিপুরা রাজ্যে নেওয়া হয়। সেখান থেকে রাতে চোখ ও হাত বেঁধে তাদের ফেনী নদীর তীরে ফেলে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে নদী পেরিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। ভারতের দিকে ফিরে যেতে চাইলে বিএসএফ সদস্যরা গুলি করে হত্যার হুমকি দেয় বলেও জানান তিনি।
রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন বলেন, বিজিবি সীমান্ত দিয়ে প্রবেশ করা পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত ৭ মে খাগড়াছড়ি মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৮০ জনকে পুশ ইন করেছিল বিএসএফ।