সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড তারকার আকস্মিক অবসর

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ মে, ২০২৪

চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও ছিল তার নাম। আসন্ন বিশ্বকাপেও থাকার কথা ছিল। কিন্তু বাংলাদেশে নারী বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে অবসরের ঘোষণা দিয়ে দিলেন নিউজিল্যান্ড নারী ক্রিকেটের উইকেটরক্ষক ব্যাটার বেরনাডেন বেজুইডেনাউট। দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড দুই দেশের হয়েই আন্তর্জাতিক ক্রিকেট খেলা বেজুইডেনাউট কিউইদের হয়ে খেলেছেন ১৬ ওয়ানডে এবং ২২ টি-টোয়েন্টি।

নিউজিল্যান্ডের হয়ে ক্যারিয়ারের ইতি টানা এই উইকেটরক্ষক অবসরের সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘এটা এক অসাধারণ যাত্রা ছিল। হোয়াইট ফার্ন (নিউজিল্যান্ড নারী দলের ডাকনাম) হয়ে খেলাটা আমার জন্য দারুণ সম্মান এবং গর্বের। এই যাত্রাটা আমাকে অনেক কিছুই শিখিয়েছে আর যারাই এই লম্বা পথে আমার পথে ছিল, তাদের কাছে আমি চির কৃতজ্ঞ থাকব।’

বেজুইডেনাউট আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে। এক বছর পরেই অবশ্য নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে থিতু হন। দুই বছর সেখানে থাকার মেয়াদ শেষ করে ২০১৮ সালে নিউজিল্যান্ডের দলে ডাক পান। সেবছরই খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে।

অবশ্য সেই যাত্রাও খুব বেশি দীর্ঘ হয়নি। মাঝে RED-S নামের শক্তিক্ষয়জনিত ইনজুরিতে পড়ে দুই বছরের জন্য ছিটকে যান তিনি। সেসময়েই সামাজিক কাজে ব্যস্ত হয়ে পড়েন এই তারকা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে খেলাধুলায় এগিয়ে আনার কাজ করছেন তিনি। এরপর অবশ্য ফিরেও এসেছেন, ২০২৩ সালের নারীদের টি-২০ বিশ্বকাপে ছিলেন নিউজিল্যান্ড দলের অংশ। সে বিশ্বকাপে অবশ্য দল বা ব্যক্তিগত কোনো দিক থেকেই ভাল যায়নি তার।