রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাটা শু’র অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ মে, ২০২৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা শু বাংলাদেশ লিমিটেড ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। 

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯ টাকা ৯৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫ টাকা ১ পয়সা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৭৩ পয়সা, গত বছরের একই সময়ে যা ১০ টাকা ২৩ পয়সা ছিল। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬২ টাকা ১২ পয়সা। তথ্যসূত্র-অর্থসূচক