মঙ্গলবার , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

গত ২৯ আগষ্ট শুক্রবার কাটিরহাট হাদি চৌধুরীর বাড়ীর মরহুম শামসুল আলম চৌধুরীর পরিবারের পক্ষ থেকে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) এবং আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউছুল আজম মাইজভান্ডারী, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুলআজম আলহাজ্ব শাহসূফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ক:) এর পবিত্র চেহলাম শরীফ ও মরহুম শামশুল আলম চৌধুরী সওদাগর সহ প্রয়াত মুরব্বীয়ানে কেরামগণের ঈছালে ছাওয়াব উপলক্ষে জিকিরে মোস্তফা (দ.) এবং জিকিরে গাউছুলআজম মাইজভাণ্ডারী মিলাদ ও সেমা মাহফিল কেন্দ্রীয় আঞ্জুমানের দপ্তর ও পাঠাগার সম্পাদক এনামুল হক চৌধুরী সেলিমের বাসভবনে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসূল (দ.),আওলাদে গাউসুলআজম মাইজভাণ্ডারী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এবং অছিয়তনামা মোতাবেক মোন্তাজেম ও সাজ্জাদানশীনে দরবারে গাউসুলআজম শাহাজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী (ম.)।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসূল (দ.),আওলাদে গাউসুলআজম মাইজভাণ্ডারী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সহ-সভাপতি এবং অছিয়তনামা মোতাবেক মোন্তাজেম ও সাজ্জাদানশীনে দরবারে গাউসুলআজম শাহাজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.)।

এতে আরো উপস্থিত ছিলেন খোলাফায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারীর আওলাদবৃন্দ, দেশবরেণ্য ওলামায়ে কেরামগন সহ কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটি, উপজেলা সমন্বয় কমিটি সহ আঞ্জুমানের বিভিন্ন দায়রা ও শাখা থেকে আগত খাদেমানবৃন্দ।