সিরিয়ার রাজধানী দামেস্কে সেনা সদরদপ্তরে বুধবার (১৬ জুলাই) হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গত সপ্তাহে সিরিয়ার সুয়েদা শহরে দ্রুজ সম্প্রদায় ও বেদুঈন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধলে সেখানে প্রবেশ করে সিরীয় বাহিনী।
এরপরই তাদের লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল। আর আজ তারা সরাসরি সিরিয়ার সেনা সদরদপ্তরে বিশাল হামলা চালিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেওয়ার পর এ মুহূর্তে ইসরায়েল সিরিয়ায় সবচেয়ে বেশি হামলা চালাচ্ছে।
আর এ হামলার মাধ্যমে সারা এবং সিরিয়ার দুর্বলতা প্রকাশ পেয়েছে।
বিবিসি জানিয়েছে, সারার সরকার এখন প্রাথমিক অবস্থায় আছে। তাদের সেনাবাহিনী দুর্বল, তাদের নিরাপত্তা বাহিনী দুর্বল। এরমধ্যে গত বছরের ডিসেম্বরে যখন বাশার আল-আসাদের পতন হয় তখন টানা ৪৮ ঘণ্টা সিরিয়ায় বিমার হামলা চালায় ইসরায়েল। এ সময়ে ৪০০টিরও বেশি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে সিরিয়াকে সামরিকভাবে দুর্বল করে দেয় দখলদাররা।
সিরিয়ার নতুন সরকার স্পষ্ট করেছে তারা কোনো ধরনের যুদ্ধ করতে চায় না। অবশ্য তাদের ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার সক্ষমতাও নেই।
ইসরায়েলের নতুন এসব হামলা সারাকে শুধু দুর্বলই দেখাচ্ছে না, এতে করে সিরিয়ার সাধারণ মানুষও ক্ষুব্ধ হচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।
সূত্র: বিবিসি