বৃহস্পতিবার , ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ। আটককৃতের নাম আমান উল্লাহ।

তুরাগ থানার কামারপাড়ার ট্রাফিক পুলিশ বক্সের উত্তরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তুরাগ থানার অফিসার ইনচার্জ মওদুত হাওলাদার  জানান, একজন মাদক কারবারি তুরাগ থানার কামারপাড়ার ট্রাফিক পুলিশ বক্সের উত্তরে মেইন রোডে পাকা রাস্তার উপর ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় তুরাগ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় আমান উল্লাহকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত আমান উল্লাহর বিরুদ্ধে তুরাগ থানায় মামলা রুজু হয়েছে।