সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৫৭ বছরে ফের বাবা হচ্ছেন, শুভেচ্ছা জানাতেই লজ্জায় লাল আরবাজ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

৫৭ বছরে ফের বাবা হচ্ছেন, শুভেচ্ছা জানাতেই লজ্জায় লাল আরবাজ
৫৭ বছরে ফের বাবা হচ্ছেন আরবাজ খান। প্রকাশ্যে সে কথা স্বীকার না করলেও এবার পাপারাজ্জিরা শুভেচ্ছা জানাতেই লজ্জায় লাল হয়ে গেলেন অভিনেতা। যেন বুঝিয়ে দিলেন, খবরের সত্যতা আছে।

গত কয়েক মাস ধরেই বাতাসে ছিল গুঞ্জন— ফের বাবা হচ্ছেন সালমান খানের ছোট ভাই। সম্প্রতি আরবাজের স্ত্রী সুরা খান পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন, যেখানে তার স্ফীতোদর চোখে পড়ে নেটিজেনের।

আর বুধবার রাতে রেস্তরাঁ থেকে খাওয়াদাওয়া সেরে বের হওয়ার সময় হাস্যজ্জল চেহারায় এক প্রকার সুখবরে সিলমোহর দিলেন স্বয়ং আরবাজ।

এদিন রাতে স্ত্রী সুরার সঙ্গে মুম্বাইয়ের এক রেস্তরাঁয় গিয়েছিলেন অভিনেতা। ফেরার সময় তারা মুখোমুখি হয়ে যান পাপারাজ্জিদের। সুরার পরনে ছিল ফুল ছাপা খাটো পোশাক। স্ফীতোদর স্পষ্ট না হলেও তার স্থূলতা চোখে পড়ছিল।

এসময় সাংবাদিকরা আরবাজকে শুভেচ্ছা জানান। সরাসরি তার উত্তর না দিলেও অভিনেতার চোখেমুখে ছড়িয়ে পড়ে হালকা হাসি। সেই হাসির রেশ ফুটে ওঠে সুরার মুখেও। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে ভক্তদেরও আর বুঝতে কষ্ট হয়নি, খান পরিবারে আনন্দের খবর আরও একটি আসছে।

যদিও বেশি বিরক্ত করেননি পাপারাজ্জিরা। দম্পতি গাড়ির দিকে এগোতেই শোনা যায় একজন ছবিশিকারি বলছেন, ‘আরে যেতে দাও।’ ততক্ষণে স্ত্রীকে যত্ন করে গাড়িতে তুলে দিয়েছেন আরবাজ।
পেছনে ফিরে তিনিও বলেন, ‘আপনারাও যেতে দিন। কিছু বিষয় বুঝতে হবে তো।’ অভিনেতা একপ্রকার বুঝিয়েই দিলেন বিষয়টি নিয়ে বেশি আলোচনা তিনি চাইছেন না। কিন্তু তার অভিব্যক্তিতেই ফুটে উঠেছে ইতিবাচক মনোভাব।

প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বরে এক ঘরোয়া অনুষ্ঠানে সুরার সঙ্গে বিয়ে হয় আরবাজের। প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গেও রয়েছে অভিনেতার এক পুত্র, আরহান খান। এখন তার বয়স প্রায় ২১ বছর।