সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৫০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে ডিবি

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ মার্চ, ২০২৩

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা-বিভাগ। আটককৃতরা হচ্ছে মোঃ আব্দুল সালাম ও মোঃ শাহিন ভূইয়া।

শনিবার (১১ মার্চ ২০২৩ খ্রি.) বিকাল ৪:১৫টায় শাহজাহানপুর থানার কমলাপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করে গোয়েন্দা-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান  বলেন, কতিপয় মাদক কারবারি কমলাপুর রেল স্টেশন এলাকার বাংলাদেশ ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ের সামনে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, আটককৃতরা সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

আটককৃতদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।