সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৪০০০ পিস ইয়াবাসহ ডিবির জালে আটক ১ মাদক কারবারি

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ মার্চ, ২০২৩

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ৪০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-মতিঝিল বিভাগ। আটককৃতের নাম- মোঃ আব্দুল্লাহ।

শনিবার (১১ মার্চ ২০২৩ খ্রি.) বিকাল ৪:০০ ঘটিকায় মতিঝিল থানার টিএন্ডটি কলোনী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে মতিঝিল থানার টিএন্ডটি কলোনীর ২ নং গেইটের সামনে একজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৪০০০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহকে আটক করা হয়। এসময় মাদক সংক্রান্ত কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা বলেন, আটককৃত আব্দুল্লাহ কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা কিনে ঢাকাসহ পাশ্ববর্তী এলাকায় বেশি দামে বিক্রি করে থাকে।

ডিএমপির মতিঝিল থানায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে মর্মে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।