রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

২৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

২৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

১। গতকাল ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯:৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন উত্তর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৮৮,৫০০/- (আটাশি হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ২৯৫ (দুইশত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলট এবং ইয়াবা বিক্রয়ের নগদ ৩৯,৬৬০/-(উনচল্লিশ হাজার ছয়শত ষাট) টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। সুমনা আক্তার (৩৯), স্বামী-মো: শরীফ, সাং-চরপাতা, থানা-রায়পুর, জেলা-লক্ষিপুর ও ২। মো: নাজমুল হোসেন (২৪), পিতা-মো: তোফাজ্জল হোসেন, সাং-বড়দুল, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর বলে জানা যায়।

২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

৩। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।