বৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

২০১ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ মার্চ, ২০২৫

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন এলাকা হতে ২০১ (দুইশত এক) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।

গতকাল ১১ মার্চ ২০২৫ তারিখ মধ্য রাত আনুমানিক ২০.২০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন দক্ষিন পাইকসা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি মোটরসাইকেলে করে মাদক বহনকালে আনুমানিক ৬০,৩০০/- (ষাট হাজার তিনশত) টাকা মূল্যমানের ২০১ (দুইশত এক) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ জাকির হোসেন @ লুঙ্গী জাকির (৪৮), পিতা- মৃত শেখ সাহেদ আলী, সাং- কলেজপাড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৭,৫০০/- (সাতচল্লিশ হাজার পাঁচশত) টাকা এবং মাদক বহনে ব্যবহৃত উক্ত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত মোটরসাইকেলে করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।