রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

১৬ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।

আটককৃতরা হলো সুরুজ আহম্মেদ, শাহিন কাওছার ও মোঃ সুমন হোসেন। এসময় তাদের হেফাজত থেকে ১৬,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা বলেন, গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি ২০২২ খ্রি.) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তুরাগ থানার রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্প এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা সংগ্রহ করে বিক্রয় করার জন্য অবস্থান করছে। এই তথ্য যাচাই করে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সুরুজ, শাহিন ও সুমনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা রুজু হয়েছে।