সোমবার , ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা শাওয়াল, ১৪৪৬ হিজরি

১৬১ সদস্যের শ্রমিক উইং গঠন করল জাতীয় নাগরিক পার্টি

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ মার্চ, ২০২৫

শ্রমিক উইংয়ের ১৬১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কো-অর্ডিনেটর কমিটি গঠন করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে মাজহারুল ইসলাম ফকির প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারী হয়েছেন মোটর শ্রমিক মোশাররফ হোসেন স্বপন।

রোববার (২৩ মার্চ) এনসিপির প্যাডে এ কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।

চিঠিতে বলা হয়, চব্বিশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শ্রমিক-জনতার রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে অংশীদারিত্ব নিশ্চিত করতে এবং শ্রমিকদের ন্যায্য হিস্যা নিশ্চিতে রাজনৈতিকভাবে সংগঠিত করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনে গঠিত হয়েছে এনসিপির শ্রমিক উইং কো-অর্ডিনেটর কমিটি।

কমিটির সদস্যদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন—