বৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

১০০ রানেই শেষ সাব্বিরের পারটেক্স,

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ মার্চ, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চতুর্থ রাউন্ডের প্রথম দিন আজ। তিন ভেন্যুতে লড়ছে ছয়টি দল। তবে এখন পর্যন্ত দিনের সব ম্যাচেই আভাস মিলেছে লো স্কোরিং ম্যাচের। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাব্বির রহমানের পারটেক্স স্পোর্টিং ক্লাব আবাহনীর বিপক্ষে কোনো রকমে স্পর্শ করেছে ১০০ রান।

আবহনী অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বির ৫ উইকেট শিকারে লন্ডভন্ড পারটেক্স দল৷ দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন জয়রাজ শেখ৷ আবাহনীর হয়ে ২টি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন এবং রাকিবুল ইসলাম।

পারটেক্সের হয়ে এদিন দুই অঙ্কের ঘরে রান করেছেন কেবল জয়রাজ, সাব্বির এবং উইকেটরক্ষক আদিল। সাব্বির করেছেন ২৩ রান। আদিলের স্কোর ১৩। অতিরিক্ত থেকে এসেছে ১৩ রান।

দিনের অন্য ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে প্রাইম ব্যাংকের স্কোর উঠেছে ১৫২। আরেক ম্যাচে মোহামেডানের বিপক্ষে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্রাদার্স ইউনিয়নের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৫৯।