হোমনা,কুমিল্লা, প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে “ ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পাভীন লুনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন কুমিল্লা-২ ( হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ । আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা,হোমনা থানার ওসি (তদন্ত) রিপন বালা,পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, প্রধান শিক্ষক লুৎফর রহমান, প্রধান শিক্ষক আমেনা বেগম ও শিক্ষার্থী মাফরুহা মমতাজ মোহনা প্রমূখ।
পরে কিশোর কিশোরী ক্লাবের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।